
মাত্রই সপ্তাহখানেক আগে বর্তমান প্রধানমন্ত্রী রাজনীতি ছাড়ার ঘোষণা দেওয়ার পর এবার নিজেদের ইতিহাসের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে আয়ারল্যান্ড। মাত্র ৩৭ বছর বয়সে দেশটির ক্ষমতাসীন দল ফাইন গায়েলের নতুন নেতা হিসেবে নির্বাচিত হয়েছেন সাইমন হ্যারিস। এতেই আইরিশদের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হওয়ার পথ খুলে গেছে হ্যারিসের জন্য। খবর বিবিসির।
আরো পড়ুন:হাইতির প্রধানমন্ত্রীর পদত্যাগ
ব্রিটিশ বার্তাসংস্থাটির প্রতিবেদনে বলা হয়েছে, গেল বুধবার আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী লিও ভারাদকার ফাইন গায়েল পার্টির প্রধান হিসেবে পদত্যাগের ঘোষণার পর সাইমনই ছিল ওই পদের একমাত্র দাবিদার। পরে দলের কংগ্রেসেও তাকে পার্টি প্রধান হিসাবে নির্বাচিত করা হয়। এতে করে তিনিই হতে চলেছেন আয়ারল্যান্ডের নতুন প্রধানমন্ত্রী। গত রোববার ফাইন গায়েল পার্টির প্রধান নির্বাচিত হবার পর এক প্রতিক্রিয়ায় সাইমন হ্যারিস বলেন, এটি ছিলো আমার জীবনের অন্যতম সম্মানের বিষয়।
আরো পড়ুন:সরে দাঁড়াচ্ছেন আয়ারল্যান্ডের প্রথম সমকামী প্রধানমন্ত্রী
আগামী ৯ এপ্রিল আইরিশ পার্লামেন্টে প্রধানমন্ত্রী পদে ভোটগ্রহণ হবে। ক্ষমতাসীন ফাইন গায়েলের নেতৃত্বাধীন জোটের সমর্থনে আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী হওয়া ৩৭ বছর বয়সী সাইমনের জন্য এখন সময়ের ব্যাপার মাত্র। এর আগে, গত সপ্তাহের বুধবার রাজধানী ডাবলিনে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী লিও ভারাদকার পদত্যাগ করবেন বলে ঘোষণা দেন। একইসঙ্গে ক্ষমতাসীন জোটে নিজ দল ফাইন গায়েলের প্রধানের পদ থেকেও সরে দাঁড়ান। ব্যক্তিগত ও রাজনৈতিক, বিশেষ করে রাজনৈতিক কারণেই এ সিদ্ধান্ত নিয়েছেন বলে সাংবাদিকদের জানান সমকামী এ প্রধানমন্ত্রী।
One thought on “ইতিহাসের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী পেতে যাচ্ছে আয়ারল্যান্ড”