
ক্রিকেটে ভারতের বর্তমানরা তো আছেনই, সাবেকরাও কম যান না। রোববার ইন্টারন্যাশনাল মাস্টার্স লীগের প্রথম আসরের শিরোপা জিতেছে ভারতীয়রা। টি-টোয়েন্টি সংস্করণের এই টুর্নামেন্টের ফাইনালে ওয়েস্ট ইন্ডিজ মাস্টার্সের বিপক্ষে ৬ উইকেটে জিতেছে ভারত মাস্টার্স। টি-টোয়েন্টি বিশ্বকাপ, চ্যাম্পিয়নস ট্রফির পর সাবেকরাও ভারতকে জেতালেন আরেকটি ট্রফি।
সাবেকদের অভিষেক এই টুর্নামেন্টে ব্রায়ান লারা ও শচীন টেন্ডুলকারের মুখোমুখি হওয়ায় ফাইনালে ছিল বাড়তি নজর। অবশ্য ব্যাট হাতে ভালো করতে পারেননি ব্রায়ান লারা। রায়পুরে টসে জিতে আগে ব্যাট করতে নেমে ক্যারিবীয়দের পুঁজি দাঁড়ায় ৭ উইকেটে ১৪৮ রান। জবাবে ১৭ বল হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত। প্রথমে ব্যাট করতে নেমে ৬ বল খেলে ব্যক্তিগত ৬ রান করে আউট হন ক্যারিবিয়ান কিংবদন্তি ব্রায়ান লারা। ওপেনিংয়ে নামা ডোয়াইন স্মিথ ৩৫ বলে করেন ব্যক্তিগত ৪৫ রান। সর্বোচ্চ ব্যক্তিগত ৫৭ রান করে সাজঘরে ফেরেন লেন্ডল সিমন্স। দলের হয়ে আর দুই অঙ্ক ছুঁতে পারেন কেবল দিনেশ রামদিন (১২)। ভারতের হয়ে সর্বোচ ৩ উইকেট নেন পেসার বিনয় কুমার।