Dhaka 8:49 am, Saturday, 15 March 2025

বছরের শুরুতে দক্ষিণ কোরিয়ায় বেড়েছে ভ্রমণ

পছন্দের গন্তব্য হয়ে উঠছে দক্ষিণ কোরিয়া।

ভ্রমণপিপাসুদের পছন্দের গন্তব্য হয়ে উঠছে দক্ষিণ কোরিয়া। চলতি বছরের জানুয়ারিতে প্রায় ১১ লাখ ২০ হাজার পর্যটক দেশটিতে ভ্রমণ করেছেন, যা গত বছরের একই সময়ের তুলনায় ২০ শতাংশ বেশি। ২০২৪ সালের শেষ দিকে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওল হঠাৎ সামরিক আইন জারি করলে দেশটিতে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়। তবে পর্যটন খাতে এর প্রভাব ততটা ব্যাপক হয়নি।

কোরিয়ার রাষ্ট্রীয় পর্যটন সংস্থার তথ্যানুসারে, পর্যটনে সর্বশেষ রেকর্ডটি হয়েছিল মহামারীর আগের বছর, অর্থাৎ ২০১৯ সালে। ওই বছরের জানুয়ারিতে পর্যটক ছিল ১১ লাখ। মহামারীর কারণে কয়েক বছর পর্যটক চলাচল বন্ধ থাকার পর ২০২৪ সালের জানুয়ারিতে দক্ষিণ কোরিয়ায় দর্শনার্থী বেড়ে দাঁড়ায় ৮ লাখ ৮১ হাজার। সামরিক আইন ঘোষণার ফলে পর্যটন খাতে যে অনিশ্চয়তা দেখা দিয়েছে, তা কাটিয়ে ওঠার চেষ্টা করছে কোরিয়ার পর্যটন সংস্থা। পর্যটক ধরে রাখতে এ বছরের বাজেটে অগ্রাধিকার দেয়ার পরিকল্পনা করেছে প্রশাসন। বছরের প্রথমার্ধে আয়োজন করা হবে বেশ কয়েকটি রোড শো। তবে সাম্প্রতিক সময়ের চীন-যুক্তরাষ্ট্রের শুল্ক যুদ্ধকে কোরিয়ার পর্যটন খাতের জন্য হুমকি হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। জানুয়ারির আগত পর্যটকদের মধ্যে এক-তৃতীয়াংশই ছিল চীনের নাগরিক, সংখ্যায় প্রায় ৩ লাখ ৬৪ হাজার। আর এ সুবিধাই কাজে লাগাতে চাচ্ছে কোরিয়ান পর্যটন সংস্থা। অন্যান্য দেশের পর্যটক টানতে থিমযুক্ত ভ্রমণের ওপর জোর দিচ্ছে তারা। দেশটির খাবার ও প্রাকৃতিক সৌন্দর্যকে বিশ্ববাসীর সামনে তুলে ধরতে বিশেষ ভ্রমণ প্যাকেজ চালুর পরিকল্পনা চলছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বিনামূল্যে ব্রেকিং নিউজ পেতে ok ক্লিক করুন OK .

বছরের শুরুতে দক্ষিণ কোরিয়ায় বেড়েছে ভ্রমণ

Update Time : 10:42:40 am, Wednesday, 5 March 2025

ভ্রমণপিপাসুদের পছন্দের গন্তব্য হয়ে উঠছে দক্ষিণ কোরিয়া। চলতি বছরের জানুয়ারিতে প্রায় ১১ লাখ ২০ হাজার পর্যটক দেশটিতে ভ্রমণ করেছেন, যা গত বছরের একই সময়ের তুলনায় ২০ শতাংশ বেশি। ২০২৪ সালের শেষ দিকে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট ইউন সুক ইওল হঠাৎ সামরিক আইন জারি করলে দেশটিতে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়। তবে পর্যটন খাতে এর প্রভাব ততটা ব্যাপক হয়নি।

কোরিয়ার রাষ্ট্রীয় পর্যটন সংস্থার তথ্যানুসারে, পর্যটনে সর্বশেষ রেকর্ডটি হয়েছিল মহামারীর আগের বছর, অর্থাৎ ২০১৯ সালে। ওই বছরের জানুয়ারিতে পর্যটক ছিল ১১ লাখ। মহামারীর কারণে কয়েক বছর পর্যটক চলাচল বন্ধ থাকার পর ২০২৪ সালের জানুয়ারিতে দক্ষিণ কোরিয়ায় দর্শনার্থী বেড়ে দাঁড়ায় ৮ লাখ ৮১ হাজার। সামরিক আইন ঘোষণার ফলে পর্যটন খাতে যে অনিশ্চয়তা দেখা দিয়েছে, তা কাটিয়ে ওঠার চেষ্টা করছে কোরিয়ার পর্যটন সংস্থা। পর্যটক ধরে রাখতে এ বছরের বাজেটে অগ্রাধিকার দেয়ার পরিকল্পনা করেছে প্রশাসন। বছরের প্রথমার্ধে আয়োজন করা হবে বেশ কয়েকটি রোড শো। তবে সাম্প্রতিক সময়ের চীন-যুক্তরাষ্ট্রের শুল্ক যুদ্ধকে কোরিয়ার পর্যটন খাতের জন্য হুমকি হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। জানুয়ারির আগত পর্যটকদের মধ্যে এক-তৃতীয়াংশই ছিল চীনের নাগরিক, সংখ্যায় প্রায় ৩ লাখ ৬৪ হাজার। আর এ সুবিধাই কাজে লাগাতে চাচ্ছে কোরিয়ান পর্যটন সংস্থা। অন্যান্য দেশের পর্যটক টানতে থিমযুক্ত ভ্রমণের ওপর জোর দিচ্ছে তারা। দেশটির খাবার ও প্রাকৃতিক সৌন্দর্যকে বিশ্ববাসীর সামনে তুলে ধরতে বিশেষ ভ্রমণ প্যাকেজ চালুর পরিকল্পনা চলছে।