Dhaka 7:03 am, Friday, 23 May 2025

গুলেরের দুর্দান্ত গোলে শিরোপার কক্ষপথে

ম্যাচে পা হড়কালেই শিরোপার দৌড় ।

স্প্যানিশ লা লিগায় এখন কোনো ম্যাচে পা হড়কালেই শিরোপার দৌড় থেকে ছিটকে যাবে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। তেমনই এক মহাগুরুত্বপূর্ণ ম্যাচে জয় তুলে নিয়েছে রিয়াল। তুর্কিশ তরুণ আর্দা গুলেরের দুর্দান্ত এক গোলে গেটাফের ঘরের মাঠ থেকে জয় নিয়ে ফিরেছে অল হোয়াইটরা।রিয়াল মাদ্রিদের সামনে রয়েছে আরেকটি মহাগুরুত্বপূর্ণ ম্যাচ, কোপা দেল রের ফাইনাল। আগামী শনিবার লস ব্লাঙ্কোসরা সেভিয়ায় মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার সঙ্গে। এরপর রয়েছে লা লিগার ফিরতি এল ক্লাসিকো, যেটিকে শিরোপা নির্ধারনী ম্যাচ বলে ধরা হচ্ছে।

 তাই বেশ ঝুঁকি নিয়েই গেটাফের বিপক্ষে একাদশ সাজান রিয়াল বস কার্লো আনচেলোত্তি। আগের অ্যাথলেটিক বিলবাওয়ের ম্যাচ থেকে এদিন ছয়টি পরিবর্তন আনেন এই ইতালিয়ান কোচ। চোটের কারণে ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে বাইরে থাকবেন তা আগেই জানা গিয়েছিল। তার সঙ্গে বেঞ্চে থাকেন অ্যান্টনিও রুডিগার, জুড বেলিংহ্যাম, এদুয়ার্দো কামাভিঙ্গা, লুকা মদরিচ, দানি সেবায়োস আর রদ্রিগো গোয়েজ। শুরুর একাদশে নামেন দুই তরুণ তুর্কি গুলের আর এন্ড্রিক। ঘরের মাঠে রিয়ালকে বেশ ভালোই জবাব দেয় গেটাফে। এদিন সফরকারীদের গোলের দিকে ২০টি শটের মধ্যে ৬টি লক্ষ্যে রাখতে পারে গেটাফে। রিয়ালের ১৪টির মধ্যে লক্ষ্যে থাকে ৭টি। অচেনা স্কোয়াড হলেও শুরু থেকেই দাপুটে ফুটবল খেলে অল হোয়াইটরা।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বিনামূল্যে ব্রেকিং নিউজ পেতে ok ক্লিক করুন OK .

গুলেরের দুর্দান্ত গোলে শিরোপার কক্ষপথে

Update Time : 11:49:55 am, Thursday, 24 April 2025

স্প্যানিশ লা লিগায় এখন কোনো ম্যাচে পা হড়কালেই শিরোপার দৌড় থেকে ছিটকে যাবে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। তেমনই এক মহাগুরুত্বপূর্ণ ম্যাচে জয় তুলে নিয়েছে রিয়াল। তুর্কিশ তরুণ আর্দা গুলেরের দুর্দান্ত এক গোলে গেটাফের ঘরের মাঠ থেকে জয় নিয়ে ফিরেছে অল হোয়াইটরা।রিয়াল মাদ্রিদের সামনে রয়েছে আরেকটি মহাগুরুত্বপূর্ণ ম্যাচ, কোপা দেল রের ফাইনাল। আগামী শনিবার লস ব্লাঙ্কোসরা সেভিয়ায় মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার সঙ্গে। এরপর রয়েছে লা লিগার ফিরতি এল ক্লাসিকো, যেটিকে শিরোপা নির্ধারনী ম্যাচ বলে ধরা হচ্ছে।

 তাই বেশ ঝুঁকি নিয়েই গেটাফের বিপক্ষে একাদশ সাজান রিয়াল বস কার্লো আনচেলোত্তি। আগের অ্যাথলেটিক বিলবাওয়ের ম্যাচ থেকে এদিন ছয়টি পরিবর্তন আনেন এই ইতালিয়ান কোচ। চোটের কারণে ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে বাইরে থাকবেন তা আগেই জানা গিয়েছিল। তার সঙ্গে বেঞ্চে থাকেন অ্যান্টনিও রুডিগার, জুড বেলিংহ্যাম, এদুয়ার্দো কামাভিঙ্গা, লুকা মদরিচ, দানি সেবায়োস আর রদ্রিগো গোয়েজ। শুরুর একাদশে নামেন দুই তরুণ তুর্কি গুলের আর এন্ড্রিক। ঘরের মাঠে রিয়ালকে বেশ ভালোই জবাব দেয় গেটাফে। এদিন সফরকারীদের গোলের দিকে ২০টি শটের মধ্যে ৬টি লক্ষ্যে রাখতে পারে গেটাফে। রিয়ালের ১৪টির মধ্যে লক্ষ্যে থাকে ৭টি। অচেনা স্কোয়াড হলেও শুরু থেকেই দাপুটে ফুটবল খেলে অল হোয়াইটরা।