Dhaka 7:55 pm, Thursday, 22 May 2025

কোচের পরিকল্পনায় থাকবেন বাবর রিজওয়ান

তিনটি টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান।

এ মাসের শেষদিকে বাংলাদেশের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান। ইতোমধ্যে দলও দিয়েছে পিসিবি। মাইক হেসনের সেই দলে নেই বিগ থ্রি—মোহাম্মদ রিজওয়ান, বাবর আজম ও শাহিন শাহ আফ্রিদি। কেন নেই, সেই ব্যাখ্যায় না গিয়ে পাকিস্তানের নতুন সাদা বলের কোচ শুনিয়েছেন ‘নতুন’ পরিকল্পনা।কিউই কোচ স্পষ্ট বার্তা দিয়েছেন, ‘দলে থাকতে হলে পারফর্ম করতে হবে।’ পাকিস্তানে প্রথম অ্যাসাইনমেন্টের আগে হেসন খোলাখুলিভাবে জানিয়েছেন, দল নির্বাচনে অভিজ্ঞ কিংবা তারকাতকমা কোনোটি দেখা হবে না।

সেই বিষয়টি বিবেচনায় রেখেই বাংলাদেশের বিপক্ষে দল দিয়েছে পাকিস্তান। দল ঘোষণার বিবৃতিতে পিসিবি জানিয়েছে, সাম্প্রতিক পারফর্ম ও পিএসএলে দারুণ করা ক্রিকেটারদেরই এই সিরিজে সুযোগ দেওয়া হয়েছে। প্রধান কোচ হেসনও তেমন বলেছেন, যোগ্য যারা তারাই আছেন দলে। সেখানেই বড় বার্তা পেয়ে গেছেন বাবর-রিজওয়ানরা।ক্রিকেট পাকিস্তানকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে হেসন শুনিয়েছেন পরিকল্পনা, ‘আমরা কেমন বা কোন ধরণের ক্রিকেট খেলতে চাই তার ওপর ভিত্তি করে পরিকল্পনা কষা হবে।

একবার খেলার ধরন বুঝে গেলে তখন নিশ্চিত ভাবে কিছু নির্দিষ্ট ও গুরুত্বপূর্ণ কিছু পাব, তারপরে সেই ভূমিকাগুলোকে এমন খেলোয়াড়দের দিয়ে পূর্ণ করতে শুরু করব, যারা সেই বিশ্বাসগুলো পূরণ করতে পারবে।’শেষ কয়েকটি সাদা বলের টুর্নামেন্টে পাকিস্তান ভালো করতে পারছে না। দলের সিনিয়রদের পারফর্মও বেশ নাজুক। ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজেও আছে ঘাটতি। এমন অবস্থায় কয়েকবার কোচ পরিবর্তন করেও লাভের লাভ কিছু হয়নি। এবার নতুন করে এসেছেন হেসন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বিনামূল্যে ব্রেকিং নিউজ পেতে ok ক্লিক করুন OK .

কোচের পরিকল্পনায় থাকবেন বাবর রিজওয়ান

Update Time : 01:55:59 pm, Thursday, 22 May 2025

এ মাসের শেষদিকে বাংলাদেশের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি খেলবে পাকিস্তান। ইতোমধ্যে দলও দিয়েছে পিসিবি। মাইক হেসনের সেই দলে নেই বিগ থ্রি—মোহাম্মদ রিজওয়ান, বাবর আজম ও শাহিন শাহ আফ্রিদি। কেন নেই, সেই ব্যাখ্যায় না গিয়ে পাকিস্তানের নতুন সাদা বলের কোচ শুনিয়েছেন ‘নতুন’ পরিকল্পনা।কিউই কোচ স্পষ্ট বার্তা দিয়েছেন, ‘দলে থাকতে হলে পারফর্ম করতে হবে।’ পাকিস্তানে প্রথম অ্যাসাইনমেন্টের আগে হেসন খোলাখুলিভাবে জানিয়েছেন, দল নির্বাচনে অভিজ্ঞ কিংবা তারকাতকমা কোনোটি দেখা হবে না।

সেই বিষয়টি বিবেচনায় রেখেই বাংলাদেশের বিপক্ষে দল দিয়েছে পাকিস্তান। দল ঘোষণার বিবৃতিতে পিসিবি জানিয়েছে, সাম্প্রতিক পারফর্ম ও পিএসএলে দারুণ করা ক্রিকেটারদেরই এই সিরিজে সুযোগ দেওয়া হয়েছে। প্রধান কোচ হেসনও তেমন বলেছেন, যোগ্য যারা তারাই আছেন দলে। সেখানেই বড় বার্তা পেয়ে গেছেন বাবর-রিজওয়ানরা।ক্রিকেট পাকিস্তানকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে হেসন শুনিয়েছেন পরিকল্পনা, ‘আমরা কেমন বা কোন ধরণের ক্রিকেট খেলতে চাই তার ওপর ভিত্তি করে পরিকল্পনা কষা হবে।

একবার খেলার ধরন বুঝে গেলে তখন নিশ্চিত ভাবে কিছু নির্দিষ্ট ও গুরুত্বপূর্ণ কিছু পাব, তারপরে সেই ভূমিকাগুলোকে এমন খেলোয়াড়দের দিয়ে পূর্ণ করতে শুরু করব, যারা সেই বিশ্বাসগুলো পূরণ করতে পারবে।’শেষ কয়েকটি সাদা বলের টুর্নামেন্টে পাকিস্তান ভালো করতে পারছে না। দলের সিনিয়রদের পারফর্মও বেশ নাজুক। ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজেও আছে ঘাটতি। এমন অবস্থায় কয়েকবার কোচ পরিবর্তন করেও লাভের লাভ কিছু হয়নি। এবার নতুন করে এসেছেন হেসন।