Dhaka 4:53 am, Thursday, 27 March 2025

ঈদ কাটুক আরাম স্টাইলে

সাজে ভিন্নতা আনতে পারেন

গরমের মধ্যে ভারী মেকআপ এড়িয়ে চলাই ভালো। তাই বলে ঈদে সাজবেন না? অবশ্যই। ঈদের দিন সকাল, বিকেল ও রাতে চলে পোশাকবদল। এ জন্য সাজটাও নির্ভর করবে কী পোশাক পরছেন, তার ওপর।দিনের বেলায় হালকা পোশাক পরলে সাজটা হালকা রাখতে পারেন। এরপর প্রতিবেলা পোশাকের সঙ্গে মিলিয়ে সাজে ভিন্নতা আনতে পারেন।
আরামের সাজে বিকেল:আরামদায়ক পোশাকের সঙ্গে মানানসই লিপস্টিক বেছে নিন। নখে করে নিতে পারেন পছন্দের নেইল আর্ট।যদি গরম পড়ে তাহলে মেকআপ করার আগে ত্বকে বরফ ঘষে নিতে পারেন। তাহলে মেকআপ আর গলবে না। সেটিং স্প্রে ব্যবহার করতে পারেন। এতে দীর্ঘ সময় সাজ সতেজ থাকবে।ঈদের দিনের আবহাওয়ায় গরম ভাব থাকলে ম্যাটজাতীয় প্রসাধনী ব্যবহার করুন।
রাতের অভিজাত সাজ:ঈদের রাতে উত্সবের আমেজ আনতে সাজে অভিজাত ভাবটাই সবার পছন্দ। এ সময় সাজ ও পোশাক—দুটিই হওয়া চাই জমকালো। আবহাওয়ার ধরন বুঝে সাজ বেছে নিন। গরম বেশি পড়লে ভারী মেকআপ না করাই ভালো ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপডেট সংবাদ
বিনামূল্যে ব্রেকিং নিউজ পেতে ok ক্লিক করুন OK .

ঈদ কাটুক আরাম স্টাইলে

Update Time : 01:24:57 pm, Monday, 24 March 2025
গরমের মধ্যে ভারী মেকআপ এড়িয়ে চলাই ভালো। তাই বলে ঈদে সাজবেন না? অবশ্যই। ঈদের দিন সকাল, বিকেল ও রাতে চলে পোশাকবদল। এ জন্য সাজটাও নির্ভর করবে কী পোশাক পরছেন, তার ওপর।দিনের বেলায় হালকা পোশাক পরলে সাজটা হালকা রাখতে পারেন। এরপর প্রতিবেলা পোশাকের সঙ্গে মিলিয়ে সাজে ভিন্নতা আনতে পারেন।
আরামের সাজে বিকেল:আরামদায়ক পোশাকের সঙ্গে মানানসই লিপস্টিক বেছে নিন। নখে করে নিতে পারেন পছন্দের নেইল আর্ট।যদি গরম পড়ে তাহলে মেকআপ করার আগে ত্বকে বরফ ঘষে নিতে পারেন। তাহলে মেকআপ আর গলবে না। সেটিং স্প্রে ব্যবহার করতে পারেন। এতে দীর্ঘ সময় সাজ সতেজ থাকবে।ঈদের দিনের আবহাওয়ায় গরম ভাব থাকলে ম্যাটজাতীয় প্রসাধনী ব্যবহার করুন।
রাতের অভিজাত সাজ:ঈদের রাতে উত্সবের আমেজ আনতে সাজে অভিজাত ভাবটাই সবার পছন্দ। এ সময় সাজ ও পোশাক—দুটিই হওয়া চাই জমকালো। আবহাওয়ার ধরন বুঝে সাজ বেছে নিন। গরম বেশি পড়লে ভারী মেকআপ না করাই ভালো ।