Dhaka 1:29 pm, Sunday, 23 March 2025

কারখানা বন্ধের প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ

শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন।

গাজীপুরে কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার প্রতিবাদে শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। শনিবার (২২ মার্চ) সকালে মহানগরীর বাসন থানার জায়ান্ট নিট ফ্যাশন লিমিটেড কারখানায় এসে বন্ধের নোটিশ দেখে ক্ষুব্ধ হয়ে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ শুরু করেন। এতে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এলাকাবাসী জানায়, গত কয়েক দিন ধরে শ্রমিকেরা ঈদের বোনাস পরিশোধ এবং ঈদের ছুটি বাড়ানোর দাবিতে কর্মবিরতি পালন করেন। এসব নিয়ে বিতণ্ডার জেরে তারা চার কর্মকর্তাকে মারধর করেন। এরপর আজ শনিবার (২২ মার্চ) সকাল ৭টার দিকে জায়ান্ট নিট ফ্যাশন লিমিটেড কর্তৃপক্ষ বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে। শ্রমিকেরা শনিবার সকালে কারখানায় এসে বন্ধের নোটিশ দেখে ক্ষিপ্ত হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।

জানা যায়, গত ২০ মার্চ ওই কারখানার শ্রমিকেরা ঈদ বোনাস না দেয়ার প্রতিবাদে এবং ঈদে ১০ দিনের ছুটির দাবিতে কর্মবিরতি পালন করেন। এ সময় শ্রমিকেরা উত্তেজিত হয়ে ম্যানেজমেন্টের চার কর্মকর্তাকে মারধর করেন। পরবর্তী সময়ে যৌথ বাহিনী চারজন শ্রমিককে আটক করলেও পরে তাদের ছেড়ে দেয়। এরপর আজ শনিবার কর্তৃপক্ষ কারখানা বন্ধের নোটিশ দেয়।স্থানীয় সূত্রে জানা যায়, কারখানা বন্ধের নোটিশ দেখে আজ সকাল ৮টার দিকে শ্রমিকেরা প্রথমে চৌরাস্তা-জয়দেবপুর রোড অবরোধ করেন। পরে তারা মিছিল নিয়ে ভোগরা বাইপাসের দিকে অগ্রসর হন। এ সময় শ্রমিকেরা অন্যান্য কারখানার শ্রমিকদেরও আন্দোলনে যোগ দিতে আহ্বান জানান। নিরাপত্তার কারণে চৌরাস্তা ও চৌধুরী বাড়ি এলাকার বেশ কিছু কারখানা আজকের জন্য ছুটি ঘোষণা করে।

পরে শ্রমিকেরা চান্দনা চৌরাস্তা এলাকায় বর্ষা সিনেমা হলের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। সেনাবাহিনী, মহানগর পুলিশ ও শিল্প পুলিশ এসে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দিলে প্রায় এক ঘণ্টা পর যান চলাচল শুরু হয়।এ বিষয়ে গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার (এসপি) এ কে এম জহিরুল ইসলাম বলেন, ‘একটি কারখানার শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করলে আশপাশের কয়েকটি কারখানায় আজকের জন্য ছুটি ঘোষণা করা হয়। পরে শ্রমিকদের ডেকে এনে কিছু কারখানা পুনরায় চালু করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।’

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপডেট সংবাদ
বিনামূল্যে ব্রেকিং নিউজ পেতে ok ক্লিক করুন OK .

কারখানা বন্ধের প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ

Update Time : 01:08:54 pm, Saturday, 22 March 2025

গাজীপুরে কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণার প্রতিবাদে শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। শনিবার (২২ মার্চ) সকালে মহানগরীর বাসন থানার জায়ান্ট নিট ফ্যাশন লিমিটেড কারখানায় এসে বন্ধের নোটিশ দেখে ক্ষুব্ধ হয়ে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বিক্ষোভ শুরু করেন। এতে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এলাকাবাসী জানায়, গত কয়েক দিন ধরে শ্রমিকেরা ঈদের বোনাস পরিশোধ এবং ঈদের ছুটি বাড়ানোর দাবিতে কর্মবিরতি পালন করেন। এসব নিয়ে বিতণ্ডার জেরে তারা চার কর্মকর্তাকে মারধর করেন। এরপর আজ শনিবার (২২ মার্চ) সকাল ৭টার দিকে জায়ান্ট নিট ফ্যাশন লিমিটেড কর্তৃপক্ষ বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে। শ্রমিকেরা শনিবার সকালে কারখানায় এসে বন্ধের নোটিশ দেখে ক্ষিপ্ত হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।

জানা যায়, গত ২০ মার্চ ওই কারখানার শ্রমিকেরা ঈদ বোনাস না দেয়ার প্রতিবাদে এবং ঈদে ১০ দিনের ছুটির দাবিতে কর্মবিরতি পালন করেন। এ সময় শ্রমিকেরা উত্তেজিত হয়ে ম্যানেজমেন্টের চার কর্মকর্তাকে মারধর করেন। পরবর্তী সময়ে যৌথ বাহিনী চারজন শ্রমিককে আটক করলেও পরে তাদের ছেড়ে দেয়। এরপর আজ শনিবার কর্তৃপক্ষ কারখানা বন্ধের নোটিশ দেয়।স্থানীয় সূত্রে জানা যায়, কারখানা বন্ধের নোটিশ দেখে আজ সকাল ৮টার দিকে শ্রমিকেরা প্রথমে চৌরাস্তা-জয়দেবপুর রোড অবরোধ করেন। পরে তারা মিছিল নিয়ে ভোগরা বাইপাসের দিকে অগ্রসর হন। এ সময় শ্রমিকেরা অন্যান্য কারখানার শ্রমিকদেরও আন্দোলনে যোগ দিতে আহ্বান জানান। নিরাপত্তার কারণে চৌরাস্তা ও চৌধুরী বাড়ি এলাকার বেশ কিছু কারখানা আজকের জন্য ছুটি ঘোষণা করে।

পরে শ্রমিকেরা চান্দনা চৌরাস্তা এলাকায় বর্ষা সিনেমা হলের সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। সেনাবাহিনী, মহানগর পুলিশ ও শিল্প পুলিশ এসে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দিলে প্রায় এক ঘণ্টা পর যান চলাচল শুরু হয়।এ বিষয়ে গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার (এসপি) এ কে এম জহিরুল ইসলাম বলেন, ‘একটি কারখানার শ্রমিকেরা মহাসড়ক অবরোধ করলে আশপাশের কয়েকটি কারখানায় আজকের জন্য ছুটি ঘোষণা করা হয়। পরে শ্রমিকদের ডেকে এনে কিছু কারখানা পুনরায় চালু করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।’