
দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। পর্দায় যার উপস্থিতি ঝড় তোলে ভক্ত হৃদয়ে। অভিনয় করেছেন অনেক হিট সিনেমায়। এ প্রজন্মের দর্শকদের মাঝে আলাদা একটা ক্রেজ রয়েছে এই অভিনেত্রীকে ঘিরে।ক্যারিয়ারের তুঙ্গে থাকা অবস্থায় প্রেম করে বিয়ে করেন অভিনেতা নাগা চৈতন্যকে। তবে সেই সংসার দীর্ঘস্থায়ী হয়নি। দুজনের বিচ্ছেদের পর নাগা চৈতন্য বিয়ে করেছেন অভিনেত্রী শোভিতা ধুলিপালাকে। তবে সামান্থা এখনও জড়াননি কারো সঙ্গে বিষয়টি আরও জোরালো হয় সম্প্রতি এক পার্টিতে তাদের একসঙ্গে দেখা গেলে।
ছবিটি দ্রুত ভাইরাল হয়ে যায়, যা গুঞ্জনের আগুনে ঘি ঢালে। এর আগে একটি পিকলবল টুর্নামেন্টেও তাদের একসঙ্গে দেখা গেছে, যেখানে রাজকে সামান্থার দলের জন্য উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায়। তবে এখন পর্যন্ত সামান্থা কিংবা রাজ কেউই এ বিষয়ে কোনো মন্তব্য করেননি। ফলে তাদের সম্পর্কের সত্যতা নিয়ে ধোঁয়াশা রয়ে গেছে।কিন্তু সম্প্রতি একাধিকবার তাদের একসঙ্গে উপস্থিতি ভক্তদের মধ্যে জল্পনা-কল্পনা আরও বাড়িয়ে তুলেছে।নির্মাতা রাজ নিদিমোরু জনপ্রিয় ওয়েব সিরিজ ‘দ্য ফ্যামিলি ম্যান’ ও ‘সিটাডেল: হানি বানি’র অন্যতম পরিচালক এবং তার এ সিরিজগুলোর অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সামান্থা।