
সাধারণত নাটকের অভিনয়েই বেশি দেখা যায় সারিকা সাবাহকে। যে কয়েকটি নাটকে তিনি অভিনয় করেছেন প্রত্যেকটিতেই তার অভিনয় দর্শকদের মুগ্ধ করেছে। তবে, নাটকে অভিনয় একেবারেই কমিয়ে দিয়েছেন তিনি। তাই পর্দায় খুব কম দেখা মেলে সারিকার। এবার তাকে দেখা যাবে সৈয়দ আহমেদ শাওকীর ‘গুলমোহর’ সিরিজে। সিরিজটি নিয়ে সারিকা সাবাহ বলেন, এটা আমার কাছে পরিচিত সাধারণ থেকে অসাধারণ হয়ে ওঠার এক গল্প।ক্ষমতা, লোভ, ঈর্ষা- কীভাবে মানুষের ভালোবাসা
।মানবিক সম্পর্কগুলোকে দুমড়েমুচড়ে দেয়, তার একটা রিফ্লেকশন পাওয়া যাবে এই সিরিজে। ‘গুলমোহর’ তাই রক্তের সম্পর্কের ভেতরে থেকেও অন্য এক সম্পর্কের গল্প। জানা যায়, এই ‘গুলমোহর’ সিরিজে অভিনয়ের জন্য প্রথমবার বাংলাদেশে এসেছিলেন ভারতের আলোচিত অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়। টলিউড ও বলিউডের এ অভিনেতা গল্প শুনেই এতে অভিনয় করতে রাজি হয়ে যান। সম্প্রতি চরকির ভেরিফায়েড ফেসবুক পেজে ‘গুলমোহর’ সিরিজটির পোস্টার প্রকাশ পেয়েছে। সেখানের গুরুত্বপূর্ণ সব চরিত্র সম্পর্কে জানা গেছে। এতে আরও অভিনয় করেছেন- সারা যাকের, ইন্তেখাব দিনার, মোস্তাফিজুর নূর ইমরান, সুষমা সরকারসহ অনেকে। সিরিজটি ১৪ই মে চরকিতে মুক্তি পেতে যাচ্ছে।