
হত্যা, ধর্ষণ, নিপীড়নের বিচারের দাবিতে কালো পতাকা উত্তোলন করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। শনিবার (১৫ মার্চ) সকাল সাড়ে দশটার দিকে এই কালো পতাকা উত্তোলন করা হয়। বিকাল চারটায় শোক মিছিলের ঘোষণা দেন তারা। এ দিন ভোর থেকেই কার্যালয়ের সামনে একত্রিত হতে দেখা যায় সিপিবির নেতাকর্মীদের। ধর্ষণের বিরুদ্ধে দেন নানান স্লোগান। এদিকে, হত্যা, ধর্ষণ, নিপীড়নের বিচার এবং স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণের দাবিতে শনিবার গণমিছিলের কর্মসূচি দিয়েছে বামপন্থী আটটি সংগঠন। এরপরই রাজধানীর পুরানা পল্টনে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি’র কার্যালয়কে ‘ছাত্র-জনতার কার্যালয়’ বানানোর ঘোষণার কথা শুনা যায় সোশ্যাল মিডিয়াতে।
এতে সকাল থেকে উত্তেজনা বিরাজ করছে সিপিবির কার্যলয়ের সামনে। বন্ধ দেখা যায় ভবনটির দোকানপাট। রয়েছে বিপুল মানুষের উপস্থিতি। আইনশৃঙ্খলা রক্ষায় সিপিবির ভবনের আশপাশে উপস্থিত রয়েছে পুলিশ। টহল দিতে দেখা যায় সেনাবাহিনীর সদস্যদেরও। এদিকে বাম সংগঠনগুলোর গণমিছিলটি বেলা ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর প্রদক্ষিণ করে টিএসসিতে এসে শেষ হওয়ার কথা রয়েছে। তবে, ঘোষিত আট সংগঠনের অনেকেই এই গণমিছিলের সঙ্গে জড়িত নয় বলে বিজ্ঞপ্তিতে জানান।