Dhaka 1:11 pm, Saturday, 15 March 2025

ভুটানে খেলতে ছাড়পত্র রুপ্না মাসুরা

বাংলাদেশের নারী ফুটবলাররা।

টানা দুইবার দক্ষিণ এশিয়ারসেরা বাংলাদেশের নারী ফুটবলাররা। অথচ, দেশের বাইরের ক্লাবগুলোতে খুব একটা খেলার সুযোগ হয়ে উঠে না। এবার রুপ্না চাকমা ও মাসুরা পারভীনের সেই সুযোগ আসলেও তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। অবশেষে সেই অনিশ্চয়তা দূর হয়েছে। বাফুফের ছাড়পত্র পেয়েছেন তারা।

বাফুফের ছাড়পত্র পাওয়ায় ভুটানের ক্লাবের হয়ে খেলতে আর কোনো বাধা নেই এই দুই তারকা ফুটবলারের। ভুটানের ক্লাব ট্রান্সপোর্ট ইউনাইটেডের হয়ে খেলতে দেখা যাবে এই দুই ফুটবলারকে। জাতীয় দলের সিনিয়র ফুটবলার ডিফেন্ডার মাসুরা পারভীন বলেন,‌ ‘আমার ও রুপ্নার ভুটানের ট্রান্সপোর্ট ইউনাইটেডের হয়ে খেলার কথা। ফেডারেশন আমাদের ছাড়পত্র দিয়েছে। আমাদের ক্লাব নাসরিন এফসি ও ফেডারেশনের কাগজপত্র ইতোমধ্যে পাঠানো হয়েছে ভুটানে। সাধারণ সম্পাদক (ইমরান হোসেন তুষার) আমাদের সহায়তা করেছেন এই বিষয়ে।’ভুটানের নারী লিগের বিষয়ে মাসুরা জানান, ‘এপ্রিলে লিগ শুরু হওয়ার কথা। আমাদের প্রয়োজনীয় কাগজপত্র পাঠানো হয়েছে। আশা করি সব ঠিক থাকলে খেলতে পারব। আমাদের এই দল পাওয়ার ক্ষেত্রে সাবিনা আপু (অধিনায়ক সাবিনা খাতুন) সাহায্য করেছেন।’বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ সিদ্ধান্ত বদলে ছাড়পত্র দেওয়ার কারণ প্রসঙ্গে বলেন,‌ ‘ছুটিতে যাওয়ার আগে মাসুরা অনুরোধ করেছিল। বিদেশের ক্লাবে খেলে আসলে ওরা উৎসাহিত হবে। এজন্য দুইজনকে ছাড়পত্র দেওয়া হয়েছে।’

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বিনামূল্যে ব্রেকিং নিউজ পেতে ok ক্লিক করুন OK .

ভুটানে খেলতে ছাড়পত্র রুপ্না মাসুরা

Update Time : 11:47:05 am, Saturday, 15 March 2025

টানা দুইবার দক্ষিণ এশিয়ারসেরা বাংলাদেশের নারী ফুটবলাররা। অথচ, দেশের বাইরের ক্লাবগুলোতে খুব একটা খেলার সুযোগ হয়ে উঠে না। এবার রুপ্না চাকমা ও মাসুরা পারভীনের সেই সুযোগ আসলেও তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। অবশেষে সেই অনিশ্চয়তা দূর হয়েছে। বাফুফের ছাড়পত্র পেয়েছেন তারা।

বাফুফের ছাড়পত্র পাওয়ায় ভুটানের ক্লাবের হয়ে খেলতে আর কোনো বাধা নেই এই দুই তারকা ফুটবলারের। ভুটানের ক্লাব ট্রান্সপোর্ট ইউনাইটেডের হয়ে খেলতে দেখা যাবে এই দুই ফুটবলারকে। জাতীয় দলের সিনিয়র ফুটবলার ডিফেন্ডার মাসুরা পারভীন বলেন,‌ ‘আমার ও রুপ্নার ভুটানের ট্রান্সপোর্ট ইউনাইটেডের হয়ে খেলার কথা। ফেডারেশন আমাদের ছাড়পত্র দিয়েছে। আমাদের ক্লাব নাসরিন এফসি ও ফেডারেশনের কাগজপত্র ইতোমধ্যে পাঠানো হয়েছে ভুটানে। সাধারণ সম্পাদক (ইমরান হোসেন তুষার) আমাদের সহায়তা করেছেন এই বিষয়ে।’ভুটানের নারী লিগের বিষয়ে মাসুরা জানান, ‘এপ্রিলে লিগ শুরু হওয়ার কথা। আমাদের প্রয়োজনীয় কাগজপত্র পাঠানো হয়েছে। আশা করি সব ঠিক থাকলে খেলতে পারব। আমাদের এই দল পাওয়ার ক্ষেত্রে সাবিনা আপু (অধিনায়ক সাবিনা খাতুন) সাহায্য করেছেন।’বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ সিদ্ধান্ত বদলে ছাড়পত্র দেওয়ার কারণ প্রসঙ্গে বলেন,‌ ‘ছুটিতে যাওয়ার আগে মাসুরা অনুরোধ করেছিল। বিদেশের ক্লাবে খেলে আসলে ওরা উৎসাহিত হবে। এজন্য দুইজনকে ছাড়পত্র দেওয়া হয়েছে।’