
দেশের গ্লাস শিল্প খাতকে সুরক্ষা দিতে গ্লাস তৈরির কাঁচামাল আমদানিতে সম্পূরক শুল্ক থেকে পূর্ণ অব্যাহতি দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। বুধবার (৭ মে) এক প্রজ্ঞাপনে এনবিআর জানায়, এই সুবিধা অবিলম্বে কার্যকর হবে এবং ২০৩০ সালের ৩০ জুন পর্যন্ত বহাল থাকবে। এতদিন এসব পণ্যে ১০ থেকে ২০ শতাংশ হারে সম্পূরক শুল্ক আরোপিত ছিল। প্রজ্ঞাপন অনুযায়ী, ডোলামাইট, লাইমস্টোন, সোডিয়াম সালফেট এনহাইড্রোস, বেইস পেইন্ট, টপ পেইন্ট, বেক পেইন্ট ও সিলিকন রিং-এর ওপর থাকা সম্পূরক শুল্ক প্রত্যাহার করা হয়েছে।তবে এনবিআর জানিয়েছে, এই সুবিধা পেতে হলে আমদানিকারককে অবশ্যই স্থানীয় গ্লাস উৎপাদনকারী শিল্প প্রতিষ্ঠান হতে হবে এবং তাদেরকে ইন্ডাস্ট্রিয়াল আইআরসি হোল্ডার হতে হবে।শুল্ক অব্যাহতির সময়সীমা নির্ধারণের বিষয়ে এনবিআর বলেছে, নতুন কর ব্যয় নীতিমালার আওতায় কোনো শিল্পকে একবারেই নির্দিষ্ট সময়ের জন্য সুবিধা দেওয়া হবে। প্রতিবছর সময় বাড়ানোর ব্যবস্থা থাকবে না। এই পাঁচ বছরের মধ্যে সংশ্লিষ্ট শিল্পকে সক্ষমতা অর্জনের সুযোগ দেয়া হবে।