
যেদেশে গুণীর কদর নেই,সেখানে গুনী জন্মাতে পারে না’ চিরন্তন বাণীকে সামনে নিয়ে যশোরের মনিরামপুরে অবসরপ্রাপ্ত ১৩ আদর্শ-গুনী শিক্ষক ও দুই কর্মচারীকে সংবর্ধনা দিয়েছে মনিরামপুর সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়।সোমবার বিদ্যালয়ের বার্র্ষিক ক্রীড়া,সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তাঁদেরকে সংবর্ধিত করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল বরাকাত মোঃ ফকরুদ্দিনের সভাপতিত্বে ও সিনিয়র শিক্ষক প্রনয় কুমার বিশ্বাসের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নিশাত তামান্না।অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সংবর্ধিত শিক্ষক কামরুল হাসান,তপন কুমার দাস,পরিমল বিশ্বাস,সরকারী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ তছিরুদ্দিন, পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম তালুকদারসহ আরো অনেকে।অনুষ্ঠানে বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া,সাংস্কৃতিক প্রতিযোগিতা ও কৃতি শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সম্মাননা পাওয়া শিক্ষকরা হলেন কামরুল হাসান,কে এম শামছুর রহমান,মো: আব্দুস সাত্তার,তপন কুমার দাশ,মহীতোষ কুমার দে,আমিনূর রশীদ,প্রশান্ত কুমার রায় চৌধুরী,ঋতুপদ মন্ডল,মো: ওয়ায়েজ উদ্দীন,অখিল চন্দ্র লস্কর, মো: মোজাফ্ফর হোসেন, পরিমল কুমার বিশ্বাস, মো: এয়াকুব আলী এবং কর্মচারী মোঃ মনছুর আলী ও আয়রুন খাতুন।
সম্মাননা পাওয়া শিক্ষকরা বলেন,আমাদের শিক্ষার মান এমন হয়েছে যে, প্রযুক্তি সামনে যাচ্ছে, আমরা পেছাচ্ছি। শিক্ষার মান ভালো থাকলে দেশ এগিয়ে যায়। শিক্ষার্থীদের বলব, দিনে যা শিখবে, দিন শেষে নিভৃতে তা চর্চা করবে। পড়তে হবে।পড়ার কোন বিকল্প নেই। সংবর্ধিত প্রধান শিক্ষক কামরুল হাসান বলেন,আদর্শ শিক্ষক কিনা জানি না। তবে শেণিকক্ষে পড়ানোর সময় চেষ্টা করেছি শিক্ষার্থীরা যেন বুঝতে পারে। তাদেরকে গল্প দিয়ে বুঝাতাম। আমাদেরকে সম্মানিত করার জন্য সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।