
ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার আদালতকে বলেছেন, তিনি আর রাজনীতি করবেন না। তিনি আওয়ামী লীগের সদস্যপদ থেকেও অব্যাহতি নিয়েছেন।সোমবার সকালে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের কাছে এ কথাগুলো বলেন কামাল মজুমদার।রাজধানীর কাফরুল থানায় দায়ের করা আতিকুল ইসলাম হত্যা মামলায় কামাল মজুমদারসহ ছয়জনকে আজ সিএমএম আদালতে হাজির করা হয়।
‘আজ থেকে রাজনীতি করব না’
আজ ঘড়িতে তখন সকাল ১০টা ২ মিনিট। তখনো বিচারক এজলাসে আসেননি। তখন রাগান্বিত স্বরে কামাল মজুমদার তাঁর আইনজীবীকে বলছিলেন, কেন তাঁর জামিন জজকোর্ট ও হাইকোর্টে চাওয়া হচ্ছে না? এর মধ্যে বিচারক এজলাসে আসেন।
কিছুক্ষণ পর বিচারক আনিসুল হক, সালমান এফ রহমান, কামাল মজুমদারদের উদ্দেশ্যে বলেন, আপনাদের কাফরুল থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এ মামলার এজাহারের আপনাদের নাম রয়েছে। কথা শেষ না হতেই কামাল মজুমদার বিচারকের উদ্দেশে বলতে শুরু করেন, মাননীয় আদালত, আমার বয়স এখন ৭৬ বছর। আমি ডায়াবেটিসের রোগী। কারা কর্তৃপক্ষ আমাকে ডায়াবেটিক মাপার মেশিনও নিতে দিচ্ছে না।
আমাদের আইনজীবীর সঙ্গে কথা বলতে দেওয়া হচ্ছে না। আমি আর রাজনীতি করব না। আমি আওয়ামী লীগের সদস্যপদ থেকেও অব্যাহতি নিয়েছি। আমার বিরুদ্ধে একের পর এক মামলা দেওয়া হচ্ছে। একের পর এক মামলায় গ্রেপ্তার দেখানো হচ্ছে। নির্যাতন করা হচ্ছে। এই বয়সে আমাদের নাতি-নাতনির সঙ্গে খেলা করার কথা।