Dhaka 8:48 am, Sunday, 16 March 2025

কাজের সুযোগের অভাবটা ঘোচাতে চাই

অভিনেত্রী শবনম বুবলী।

সিনেমার নায়িকার পারে এবার ইন্ডাস্ট্রিতে নতুন পরিচয়ে হাজির হলেন অভিনেত্রী শবনম বুবলী। এবার প্রযোজনায় নাম লিখিয়েছেন তিনি। নায়িকার প্রযোজনা প্রতিষ্ঠানটির নাম ‘বুবলী ইনোভেটিভ গ্রুপ’ বা ‘বিগ’।

সম্প্রতি এক ভিডিও বার্তায় অনুরাগীদের সুখবরটি দেন বুবলী। এরপর গণমাধ্যমের মুখোমুখি হয়ে নায়িকা জানালেন, চলচ্চিত্রে সংকটকাল চলছে- এমন সময়ে ইন্ডাস্ট্রিতে নতুন পথ তৈরির চেষ্টা হিসেবে প্রযোজনা প্রতিষ্ঠান খুললেন তিনি।বুবলী বলেন, ‘এই অধ্যায়টা আমার জন্য একদম নতুন নয়। আমি থেমে যেতে আসিনি, একদম সুদূরপ্রসারী পরিকল্পনা। শতভাগ এফোর্ট দিয়ে ধারাবাহিকতা বজায় রেখে কাজ করব। কোয়ালিটির সঙ্গে কোনো আপস হবে না। যেন সবাই বিগ প্রডাকশনসের কাজ নিয়ে প্রশংসা করে, সে চেষ্টাই থাকবে।’অভিনেত্রী বলেন, ‘একজন শিল্পী হিসেবে যে ভালোবাসাটা পেয়েছি, প্রযোজক হিসেবেও সেটা পেতে চাই। কোয়ালিটিফুল কাজ দিয়ে ইন্ডাস্ট্রিতে একটা নতুন পথ তৈরির চেষ্টা করছি। যেখানে নতুন-পুরনো সবাই কাজ করতে পারবে। কাজের সুযোগের অভাবটা ঘোচাতে চাই।’তিনি বলেন, ‘এটা সবার জন্য উন্মুক্ত। বিগ প্রডাকশনস শুধু সিনেমাই নয়, মিউজিক ভিডিও থেকে শুরু করে নাটক, ওয়েব, বিজ্ঞাপন সব কিছু নির্মাণ করবে।’অভিনয়শিল্পীদের প্রযোজনায় নাম লেখানোর ঘটনা নতুন না। দেশের শোবিজঅঙ্গনও এর ব্যতিক্রম নয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বিনামূল্যে ব্রেকিং নিউজ পেতে ok ক্লিক করুন OK .

কাজের সুযোগের অভাবটা ঘোচাতে চাই

Update Time : 04:36:43 pm, Monday, 24 February 2025

সিনেমার নায়িকার পারে এবার ইন্ডাস্ট্রিতে নতুন পরিচয়ে হাজির হলেন অভিনেত্রী শবনম বুবলী। এবার প্রযোজনায় নাম লিখিয়েছেন তিনি। নায়িকার প্রযোজনা প্রতিষ্ঠানটির নাম ‘বুবলী ইনোভেটিভ গ্রুপ’ বা ‘বিগ’।

সম্প্রতি এক ভিডিও বার্তায় অনুরাগীদের সুখবরটি দেন বুবলী। এরপর গণমাধ্যমের মুখোমুখি হয়ে নায়িকা জানালেন, চলচ্চিত্রে সংকটকাল চলছে- এমন সময়ে ইন্ডাস্ট্রিতে নতুন পথ তৈরির চেষ্টা হিসেবে প্রযোজনা প্রতিষ্ঠান খুললেন তিনি।বুবলী বলেন, ‘এই অধ্যায়টা আমার জন্য একদম নতুন নয়। আমি থেমে যেতে আসিনি, একদম সুদূরপ্রসারী পরিকল্পনা। শতভাগ এফোর্ট দিয়ে ধারাবাহিকতা বজায় রেখে কাজ করব। কোয়ালিটির সঙ্গে কোনো আপস হবে না। যেন সবাই বিগ প্রডাকশনসের কাজ নিয়ে প্রশংসা করে, সে চেষ্টাই থাকবে।’অভিনেত্রী বলেন, ‘একজন শিল্পী হিসেবে যে ভালোবাসাটা পেয়েছি, প্রযোজক হিসেবেও সেটা পেতে চাই। কোয়ালিটিফুল কাজ দিয়ে ইন্ডাস্ট্রিতে একটা নতুন পথ তৈরির চেষ্টা করছি। যেখানে নতুন-পুরনো সবাই কাজ করতে পারবে। কাজের সুযোগের অভাবটা ঘোচাতে চাই।’তিনি বলেন, ‘এটা সবার জন্য উন্মুক্ত। বিগ প্রডাকশনস শুধু সিনেমাই নয়, মিউজিক ভিডিও থেকে শুরু করে নাটক, ওয়েব, বিজ্ঞাপন সব কিছু নির্মাণ করবে।’অভিনয়শিল্পীদের প্রযোজনায় নাম লেখানোর ঘটনা নতুন না। দেশের শোবিজঅঙ্গনও এর ব্যতিক্রম নয়।