
এ বছর ঈদুল ফিতর পড়েছে গরমের মধ্যে। তাই ঈদের পোশাকও তৈরি হয়েছে গ্রীষ্মকেন্দ্রিক। পোশাকে আরামের দিকটাই সবার আগে প্রাধান্য দিয়েছে ব্র্যান্ডগুলো। ঈদ পোশাক হিসেবে সবার কাছেই পাঞ্জাবির আবেদন সবচেয়ে বেশি।ঈদ উপলক্ষে বর্ণিল নকশার পাঞ্জাবি নিয়ে এসেছে ছোট-বড় সব ব্র্যান্ড। তাতে নানা বৈচিত্র্য তুলে ধরেছেন ডিজাইনাররা। ছেলে-বুড়ো সবার কাছেই ব্র্যান্ড কলারের পাঞ্জাবি এখন বেশি জনপ্রিয়। এ জন্য কলারেই বেশি বৈচিত্র্য দেখা যায়।
কয়েক বছর ধরে কলার, কাফ বা হাতায় নকশা করা একরঙা পাঞ্জাবির সমাহার বেশি ঘটে। এই নকশায়ও এসেছে ভিন্নতা। এমব্রয়ডারি, জারদৌসি থেকে শুরু করে কাঁথাস্টিচ, কুরুশকাঁটার কারুকাজ করা হয়েছে। এ ছাড়া ভেলভেট বা ভিন্ন ধরনের ছাপা নকশার কাপড়জুড়ে দিয়েও গলার নকশা আর কাফে বৈচিত্র্য আনা হয়েছে।যাঁরা ব্র্যান্ড কলারের বাইরে কিছু পরতে চান তাঁদের জন্য এসেছে কলারবিহীন বা গোলগলা, স্যাট কলার, কাবলি, হাইনেক, শাহি কলার পাঞ্জাবি। সাদা, কমলা, হলুদ, গোলাপি, নীল, বেগুনির মতো হালকা শেডের রং ব্যবহার করা হয়েছে এসব পাঞ্জাবিতে। গরমে হালকা রঙের গোলগলা পাঞ্জাবিতে ঈদ লুকে সহজেই ভিন্নতা আনতে পারেন।উত্সবের দিনের সাজে একটু ভিন্নতা চান সবাই। এ জন্য অনেকের পছন্দ ঐতিহ্য ও আধুনিকতার সংমিশ্রণ। তাদের চাওয়া সামনে রেখে পোশাকের কাট নিয়ে ডিজাইনাররা অনেক ধরনের কাজ করে থাকেন।