Dhaka 3:23 pm, Friday, 14 March 2025

ট্রেন থেকে তিন শতাধিক জিম্মি মুক্ত

৩৩ জঙ্গি নিহত

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে বিদ্রোহী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ) দখলকৃত যাত্রীবাহী ট্রেনটি থেকে ৩০০ জনের বেশি জিম্মিকে মুক্ত করা হয়েছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। একইসঙ্গে বিদ্রোহী গোষ্ঠীর ৩৩ জঙ্গি নিহত হয়েছেন বলে জানানো হয়েছে।বুধবার (১২ মার্চ) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।পাকিস্তানের সেনাবাহিনী জানিয়েছে যে, মঙ্গলবার বেলুচিস্তান প্রদেশে জঙ্গিদের দ্বারা দখলকৃত একটি যাত্রীবাহী ট্রেন থেকে ৩০০ জনের বেশি জিম্মিকে মুক্ত করা হয়েছে।সেনাবাহিনীর মুখপাত্র জানিয়েছেন, অভিযানের সময় ৩৩ জন জঙ্গি নিহত হয়েছে।

অভিযান শুরু হওয়ার আগে বিএলএ ২১ জন সাধারণ নাগরিক এবং চারজন সামরিক সদস্যকে হত্যা করেছে বলে সেনাবাহিনীর মুখপাত্র নিশ্চিত করেছেন।বর্তমানে ওই এলাকায় আরও অনুসন্ধান অভিযান চালাচ্ছে সেনাবাহিনী, যেন আর কোনো হুমকি থাকলে তা নির্মূল করা যায়।পাকিস্তানি কর্তৃপক্ষসহ যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রের মতো বেশ কয়েকটি পশ্চিমা দেশ বিএলএকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে।বিএলএ বিদ্রোহী গোষ্ঠীগুলোর মধ্যে অন্যতম, যারা বেলুচিস্তানের জন্য হয় অধিক স্বায়ত্তশাসন নয়তো স্বাধীনতা দাবি করে আসছে। তারা ইসলামাবাদের বিরুদ্ধে অভিযোগ করেছে, সরকার বেলুচিস্তানের সমৃদ্ধ খনিজ সম্পদের শোষণ করছে এবং একইসঙ্গে প্রদেশটির উন্নয়নকে উপেক্ষা করছে। অতীতে তারা সামরিক ক্যাম্প, রেলস্টেশন এবং ট্রেনের ওপর হামলা চালিয়েছে, তবে এটিই প্রথমবার তারা কোনো ট্রেন ছিনতাই করেছে।কর্তৃপক্ষের মতে, ট্রেনে কমপক্ষে ১০০ জন নিরাপত্তা বাহিনীর সদস্য ছিলেন।স্থানীয় প্রতিবেদনে বলা হয়েছে, জঙ্গিরা হুমকি দিয়েছিল যে, ৪৮ ঘণ্টার মধ্যে বেলুচ রাজনৈতিক বন্দিদের মুক্তি না দিলে তারা জিম্মিদের হত্যা করবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বিনামূল্যে ব্রেকিং নিউজ পেতে ok ক্লিক করুন OK .

ট্রেন থেকে তিন শতাধিক জিম্মি মুক্ত

Update Time : 11:41:59 pm, Wednesday, 12 March 2025

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে বিদ্রোহী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি (বিএলএ) দখলকৃত যাত্রীবাহী ট্রেনটি থেকে ৩০০ জনের বেশি জিম্মিকে মুক্ত করা হয়েছে বলে জানিয়েছে দেশটির সেনাবাহিনী। একইসঙ্গে বিদ্রোহী গোষ্ঠীর ৩৩ জঙ্গি নিহত হয়েছেন বলে জানানো হয়েছে।বুধবার (১২ মার্চ) এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।পাকিস্তানের সেনাবাহিনী জানিয়েছে যে, মঙ্গলবার বেলুচিস্তান প্রদেশে জঙ্গিদের দ্বারা দখলকৃত একটি যাত্রীবাহী ট্রেন থেকে ৩০০ জনের বেশি জিম্মিকে মুক্ত করা হয়েছে।সেনাবাহিনীর মুখপাত্র জানিয়েছেন, অভিযানের সময় ৩৩ জন জঙ্গি নিহত হয়েছে।

অভিযান শুরু হওয়ার আগে বিএলএ ২১ জন সাধারণ নাগরিক এবং চারজন সামরিক সদস্যকে হত্যা করেছে বলে সেনাবাহিনীর মুখপাত্র নিশ্চিত করেছেন।বর্তমানে ওই এলাকায় আরও অনুসন্ধান অভিযান চালাচ্ছে সেনাবাহিনী, যেন আর কোনো হুমকি থাকলে তা নির্মূল করা যায়।পাকিস্তানি কর্তৃপক্ষসহ যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রের মতো বেশ কয়েকটি পশ্চিমা দেশ বিএলএকে একটি সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে।বিএলএ বিদ্রোহী গোষ্ঠীগুলোর মধ্যে অন্যতম, যারা বেলুচিস্তানের জন্য হয় অধিক স্বায়ত্তশাসন নয়তো স্বাধীনতা দাবি করে আসছে। তারা ইসলামাবাদের বিরুদ্ধে অভিযোগ করেছে, সরকার বেলুচিস্তানের সমৃদ্ধ খনিজ সম্পদের শোষণ করছে এবং একইসঙ্গে প্রদেশটির উন্নয়নকে উপেক্ষা করছে। অতীতে তারা সামরিক ক্যাম্প, রেলস্টেশন এবং ট্রেনের ওপর হামলা চালিয়েছে, তবে এটিই প্রথমবার তারা কোনো ট্রেন ছিনতাই করেছে।কর্তৃপক্ষের মতে, ট্রেনে কমপক্ষে ১০০ জন নিরাপত্তা বাহিনীর সদস্য ছিলেন।স্থানীয় প্রতিবেদনে বলা হয়েছে, জঙ্গিরা হুমকি দিয়েছিল যে, ৪৮ ঘণ্টার মধ্যে বেলুচ রাজনৈতিক বন্দিদের মুক্তি না দিলে তারা জিম্মিদের হত্যা করবে।