
বিগত ১৪ বছরেও মুক্তিযোদ্ধাদের আবাসন প্রকল্প বিজয় রাকিন সিটির নির্মাণ কাজ সমাপ্ত না করে গত ১৫/০৫/২০২৪ তারিখে মহান মুক্তিযুদ্ধের ভাস্কর্য নির্মাণ স্থগিতের একটি পত্র প্রেরণ করেন ডেভেলপার প্রতিষ্ঠান বিজয় রাকিন সিটি বিডি লিমিটেড। নানাবিধ সমস্যায় জর্জরিত এই আবাসন প্রকল্পে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়নে ভাস্কর্য নির্মিত হওয়ার কথা থাকলেও হঠাৎ নির্মাণ বন্ধে উঠে পড়ে লাগে এ নির্মাণ প্রতিষ্ঠানটি। মহান মুক্তিযুদ্ধের ইতিহাস ঐতিহ্য নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে ও শহীদদের অসামান্য অবদান স্মরণে নানামুখী পদক্ষেপের কথা ছিল মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবার কল্যাণ সমিতির এ আবাসন প্রকল্পে। আজ ২৬/০৫/২০২৪ সকাল ১০.৩০ মিনিটে মিরপুর ১৪ নং পুলিশ কনভেনশন হল এর পেছনে দুই নম্বর গেট সংলগ্ন ভাস্কর্য স্থাপনের জন্য রাখা নির্ধারিত জায়গায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা মুক্তিযুদ্ধের চেতনা বিরোধিতার শামিল বলে জানান মানববন্ধনে আসা বক্তারা।
আরো পড়ুন:গাইবান্ধায় মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা
সম্মিলিত নারী মুক্তিযোদ্ধা সংসদ ও বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্ধা সন্তান লীগ ঢাকা মহানগর উত্তর শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে। সম্মিলিত নারী মুক্তিযোদ্ধা সংসদের সভাপতি মেহেরুন নেছা মেরি বলেন ডেভেলপার কোম্পানিতে থাকা স্বাধীনতা বিরোধী শক্তি চাইনা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সঠিক ইতিহাস জানুক। প্রধান অতিথির বক্তব্যে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সহ সভাপতি আনোয়ার হোসেন মজুমদার বলেন অতিদ্রুত অসমাপ্ত কাজ শেষ করে স্কুল এন্ড কলেজ ও ভাস্কর্য নির্মাণ শেষ করুন নচেৎ বাংলার জমিনে মুক্তিযুদ্ধ বিরোধীদের ঠাঁই হবেনা। মানববন্ধনে মুক্তিযোদ্ধা সন্তানলীগ কমান্ডের সহ-সভাপতি আবু ইউসুফ, আরিফা খান, মুক্তিযোদ্ধা মাসুদ এ আলম, প্রকৌশলী খালেদুজ্জামান, সেলিনা আক্তার, সাইদ হোসেন, মনিরুল হক প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল্লাহ আল মামুন লাভলু।
One thought on “বিজয় রাকিন সিটিতে মহান মুক্তিযুদ্ধের স্মারক ভাস্কর্য নির্মাণ স্থগিত এর প্রতিবাদে মানববন্ধন”