Dhaka 5:30 pm, Saturday, 15 March 2025

হিজবুত তাওহীদ সদস্যদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

মানব বন্ধন

পাবনায় হিজবুত তাওহীদের সদস্যদের ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার, বিচার দাবিতে সংবাদ সম্মেলন ও মানববন্ধন করেছেন দলীয় নেতাকর্মীরা। গতকাল বিকালে শহরের ক্যাফে পাবনায় সংবাদ সম্মেলন ও পরে পাবনা প্রেস ক্লাবের সামনে আব্দুল হামিদ সড়কে মানববন্ধন করেন তারা।
সংবাদ সম্মেলনে হিজবুত তাওহীদের জেলা সভাপতি মাহতাব উদ্দিন বলেন, গত রোববার রাতে হেমায়েতপুর ইউনিয়নের চর ঘোষপুরের নফসারের ভাটা মোড় এলাকায় হিজবুত তাওহীদের সদস্যদের ওপর হামলা চালায়। বাজিতপুর এলাকার মুন্না প্রামানিকের নেতৃত্বে আনুমানিক ৪০ জনের একটি সন্ত্রাসী বাহিনী বন্দুক, চাপাতি, চাইনিজ কুড়াল, রড এবং অন্যান্য দেশীয় অস্ত্র নিয়ে হামলায় অংশ নেয়। এ সময় কুপিয়ে ও গুলি করে অন্তত ১০ সদস্যকে আহত করে। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। তিনি পাবনা জেনারেল হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।
তিনি বলেন, ২০২২ সালের ২৩শে আগস্ট চরঘোষপুরের ওই এলাকার কার্যালয়ে এই উগ্রবাদী সন্ত্রাসী গোষ্ঠীটি অতর্কিত হামলা চালিয়েছিল। সেদিন রাতে প্রায় ৪০-৫০ জন সন্ত্রাসী অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালিয়ে সুজন মণ্ডল নামে একজনকে হত্যা করে। সেই মামলার আসামিরা জামিনে বের হয়ে বাদীকে মামলা তুলে নিতে হুমকি দিচ্ছে। এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে মামলা হলেও বিগত সরকারের সময় মামলাটিকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করে। জেল থেকে সহজেই বেরিয়ে এসে আসামিরা গত দেড় বছর ধরে ভুক্তভোগী পরিবারগুলোকে মামলা তুলে নিতে চাপ দিয়ে আসছে। এমনকি তারা মাঝে মধ্যে হামলা ও হত্যার হুমকিও দিয়ে আসছিল। এ বিষয়ে পাবনা সদর থানার ওসি আব্দুস সালাম বলেন, আমরা ঘটনাস্থলে যাই। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কয়েকজন আহতকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বিনামূল্যে ব্রেকিং নিউজ পেতে ok ক্লিক করুন OK .

হিজবুত তাওহীদ সদস্যদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন

Update Time : 10:43:54 am, Tuesday, 21 January 2025

পাবনায় হিজবুত তাওহীদের সদস্যদের ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার, বিচার দাবিতে সংবাদ সম্মেলন ও মানববন্ধন করেছেন দলীয় নেতাকর্মীরা। গতকাল বিকালে শহরের ক্যাফে পাবনায় সংবাদ সম্মেলন ও পরে পাবনা প্রেস ক্লাবের সামনে আব্দুল হামিদ সড়কে মানববন্ধন করেন তারা।
সংবাদ সম্মেলনে হিজবুত তাওহীদের জেলা সভাপতি মাহতাব উদ্দিন বলেন, গত রোববার রাতে হেমায়েতপুর ইউনিয়নের চর ঘোষপুরের নফসারের ভাটা মোড় এলাকায় হিজবুত তাওহীদের সদস্যদের ওপর হামলা চালায়। বাজিতপুর এলাকার মুন্না প্রামানিকের নেতৃত্বে আনুমানিক ৪০ জনের একটি সন্ত্রাসী বাহিনী বন্দুক, চাপাতি, চাইনিজ কুড়াল, রড এবং অন্যান্য দেশীয় অস্ত্র নিয়ে হামলায় অংশ নেয়। এ সময় কুপিয়ে ও গুলি করে অন্তত ১০ সদস্যকে আহত করে। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। তিনি পাবনা জেনারেল হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।
তিনি বলেন, ২০২২ সালের ২৩শে আগস্ট চরঘোষপুরের ওই এলাকার কার্যালয়ে এই উগ্রবাদী সন্ত্রাসী গোষ্ঠীটি অতর্কিত হামলা চালিয়েছিল। সেদিন রাতে প্রায় ৪০-৫০ জন সন্ত্রাসী অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালিয়ে সুজন মণ্ডল নামে একজনকে হত্যা করে। সেই মামলার আসামিরা জামিনে বের হয়ে বাদীকে মামলা তুলে নিতে হুমকি দিচ্ছে। এ ঘটনায় আসামিদের বিরুদ্ধে মামলা হলেও বিগত সরকারের সময় মামলাটিকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করে। জেল থেকে সহজেই বেরিয়ে এসে আসামিরা গত দেড় বছর ধরে ভুক্তভোগী পরিবারগুলোকে মামলা তুলে নিতে চাপ দিয়ে আসছে। এমনকি তারা মাঝে মধ্যে হামলা ও হত্যার হুমকিও দিয়ে আসছিল। এ বিষয়ে পাবনা সদর থানার ওসি আব্দুস সালাম বলেন, আমরা ঘটনাস্থলে যাই। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। কয়েকজন আহতকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন। দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।