
চাঁদপুর মেডিকেল কলেজ বন্ধের ষড়যন্ত্রের প্রতিবাদ ও দ্রুত স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠার দাবিদে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।রবিবার (২৩ মার্চ) বেলা সাড়ে ১১টায় চাঁদপুর প্রেসক্লাবের সামনে ঘন্টাব্যাপী এই মানববন্ধন কর্মসূচি পালন করে চাঁদপুরের সাধারণ জনগণ, রাজনৈতিক নেতা ও মেডিকেল কলেজের সর্বস্তরের শিক্ষার্থীরা।
চাঁদপুর মেডিকেল কলেজের শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন রবিউল হাসান, মেহেদী হাসান মিশু, তৌহিদুর রহমান আরমান, জোবায়ের আল রশিদ, সাফওয়াত সাইফ উল্লাহ, ইন্টার্ন চিকিৎসক সাজিয়া অঞ্জলি ও রুবায়েদ।
চাঁদপুরবাসীর পক্ষে বক্তারা বলেন, চাঁদপুর মেডিকেল কলেজ এর জন্য জমি অধিগ্রহণ প্রায় শেষ হওয়ার পথে। এরপরই অবকাঠামগত উন্নয়ন কাজ শুরু হবে। যারা এটি বন্ধের বিষয়ে কথা উঠিয়েছে, তা কোনভাবেই সঠিক না। এটি চাঁদপুরসহ আশাপাশের জেলার কোটি মানুষের দাবী। খুব দ্রুত এই হাসপাতালের কাজ বাস্তবায়ন হবে।