
রাজধানী বনানীর কড়াইল বস্তিতে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে মারধরে মনি খাতুন (৫০) নামে এক গৃহবধূ নিহতের অভিযোগ পাওয়া গেছে।
সোমবার (২৪মার্চ) বেলা সাড়ে ৩টার দিকে বনানী কড়াইল বস্তি বেলতলা আদর্শ নগরে ঘটনাটি ঘটে। মুমূর্ষ অবস্থায় ওই গৃহবধূকে স্বজনরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক সন্ধ্যা সোয়া ৭টার দিকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, সন্ধ্যার দিকে বনানী এলাকা থেকে ওই গৃহবধুর স্বজনরা তাকে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ভাড়াটিয়ার মারধরে মারা গেছে বলে অভিযোগ করেন। মরদহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সরোয়ার বলেন, ঘটনাটি শুনেছি, বিস্তারিত জানতে ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। ভাড়াটিয়া দম্পতিসহ তাদের দুই সন্তান থানায় আছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।