
রাজধানীর তুরাগে স্বামীর দেওয়া আগুনে রিজিয়া বেগম (৪০) নামের এক গৃহবধূ দগ্ধ হয়েছেন বলে অভিযোগ উঠেছে।তাকে আশঙ্কাজনক অবস্থায় জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।
গতকাল বুধবার রাতে তুরাগ থানাধীন বউবাজার এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর পরই গৃহবধূর স্বামী আবু সাঈদ পালিয়ে গেছেন বলে জানা গেছে।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন শাওন বিন রহমান জানিয়েছেন, ওই নারীর শরীরের ৭০ শতাংশ দগ্ধ হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক।
হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী রাশেদুল ইসলাম বলেন, ‘আমি যতটুকু শুনেছি, বুধবার রাত আনুমানিক সোয়া ১০টার দিকে তুরাগ বউবাজার এলাকায় গরুর হাটের রাস্তায় তার স্বামী আবু সাঈদ তাকে গায়ে কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেয়। পরে লোকজন তাকে উদ্ধার করে। রাতেই তাকে বার্ন ইনিস্টিটিউটে ভর্তি করানো হয়।’
তারা ওই এলাকারই বাসিন্দা। রিজিয়া এলাকায় ফুল বিক্রির কাজ করতেন বলে জানান রাশেদুল ইসলাম।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতাল পুলিশ ফাড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, বিষয়টি তুরাগ থানায় জানানো হয়েছে।