
গাজীপুরের হারিকেন এলাকায় রাস্তা পার হওয়ার সময় ট্রাকচাপায় নারী শ্রমিকের মৃত্যুকে কেন্দ্র করে বিক্ষুব্ধ শ্রমিকদের সড়ক অবরোধ ও ভাঙচুরের ঘটনায় আজ ৩০টি শিল্প কারখানায় হঠাৎ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। কারখানায় ছুটি ঘোষণার বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুরের শিল্প পুলিশ সুপার একেএম জহুরুল ইসলাম।শিল্প পুলিশ জানায়, আজ মঙ্গলবার (৬ মে) সকালে ইন্টারলুপ বিডি লিমিটেডের কর্মী চম্পা সড়ক দুর্ঘটনায় নিহত হন। এরপরই সহকর্মী শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে আড়াই ঘণ্টা ধরে যান চলাচল বন্ধ রাখেন। বিক্ষুব্ধ শ্রমিকরা একাধিক যানবাহন ভাঙচুর করেন এবং উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়।আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর নিরাপত্তার স্বার্থে আশেপাশের ৩০টি কারখানায় তাৎক্ষণিক ছুটি ঘোষণা করা হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।