
বাংলা বিনোদন দুনিয়ার প্রায় সব খ্যাতনামা শুটিংয়ের ব্যস্ততা ভুলে রঙের নেশায় মাতেন। দেব থেকে অঙ্কুশ হাজরা, যশ দাশগুপ্ত, নুসরত জাহান, মধুমিতা সরকার, ঊষসী চক্রবর্তী— সবাই রঙিন আজকের দিন।বাড়তি আকর্ষণ– ডায়েট ভুলে দেদার খানাপিনার আয়োজন।কেমন হলো বাংলা বিনোদন দুনিয়ার খ্যাতনামাদের দোল উদযাপন?এমন প্রশ্নে অঙ্কুশ কখনো উদযাপনের সুযোগ ছাড়েন না বলে জানান। নিজের বাড়িতে হোক কিংবা স্টুডিওতে— অভিনেতা সব সময় রসেবশে
মিমি চক্রবর্তী আধ্যাত্মিক। সাধারণ জীবনযাপনে অভ্যস্ত এ নায়িকার বাড়িতে উৎসব মানে ঈশ্বরের আরাধনা। এদিনও সেই পর্ব বাদ যায়নি। মিমি নিজে হাতে গোপালের পূজা করেছেন। সঙ্গী দুই সারমেয় ‘সন্তান’, মা-বাবা। বড়দের পায়ে আবির আর দুই সন্তানের কপালে ছোট্ট করে ফাগের টিপ। নিজেও বেশ খানিকটা লাল রঙে রঙিন। মিমির দোল জমে গেছে এভাবেই।দেব যখন মায়ের ‘খোকাবাবু’, তখন তার ‘কিশোরী’ ইধিকা পাল কী করছেন? তিনিও মাটির থালায় রকমারি রঙ সাজিয়ে হাজির। পরনের সাদা শাড়িতে ফুলেল নকশা। চুলে বাসন্তী গাদা ফুল। এদিন তিনি ‘কিশোরী’র মতোই প্রাণোচ্ছ্বল! কিন্তু তার গালে রঙ দিল কে? রহস্য সেটাই।শ্রীলেখা মিত্র ব্যতিক্রমী। রঙ খেলতে তিনি ভালোবাসেন— সে কথাও জানিয়েছেন। আবার রঙ খেলার দোসর নেই তার— এ কথা জানাতেও ভোলেননি তিনি। তা হলে কি তিনি মনোকষ্টে ভুগছেন? না, তিনি বেশ ভালই আছেন পোষ্যদের নিয়ে।