Dhaka 5:22 pm, Saturday, 29 March 2025

নাটক দিয়ে বিরতি ভাঙলেন শখ

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ।

বিরতির পর আবার অভিনয়ে ব্যস্ত হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী আনিকা কবির শখ। এবার রোজার ঈদ উপলক্ষ্যে তিনি অভিনয় করেছেন একাধিক নাটকে। শহীদ উন নবীর পরিচালনায় ‘এক্সকিউজ মি’ ও ‘মায়ার ভালোবাসা’ নাটকে দেখা যাবে তাকে। নাটক ছাড়াও ঈদে শখকে বিটিভির দুটি নাচের অনুষ্ঠানে পারফর্ম করতে দেখা যাবে।প্রসঙ্গে শখ বলেন, ‘নবী ভাইয়ের পরিচালনায় এর আগেও আমি নাটকে অভিনয় করেছি। তার গল্পগুলো সমসাময়িক হয়।

যে কারণে অভিনয় করতে ভালো লাগে। ঈদের জন্য যে দুটি নাটকে অভিনয় করেছি, সে গল্পগুলো বেশ সুন্দর। আমি খুব আশাবাদী এ দুটি নাটক নিয়ে। নাটকের পাশাপাশি বিটিভির জন্য নির্মিত নাচের অনুষ্ঠানে পারফর্ম করেছি। যেহেতু আমি নাচের মানুষ, তাই নাচের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে সবসময় ভালো লাগে।’ ক্যারিয়ারে যখন জোয়ার, সে সময় ২০১৫ সালের ৭ জানুয়ারি মডেল-অভিনেতা নিলয় আলমগীরকে ভালোবেসে বিয়ে করেন শখ। কিন্তু সে সংসার টেকেনি বেশিদিন। পরের বছরই তাদের বিবাহ বিচ্ছেদ হয়। বিচ্ছেদের সেই বিষাদ কাটিয়ে নিলয় অভিনয়ে নিয়মিত হলেও ভাটা পড়ে শখের ক্যারিয়ারে। ২০১৮ সালে ‘ডি ২০’ ধারাবাহিকে কাজ করার সময় থেকে তিনি অভিনয়ে অমনোযাগী হয়ে পড়েন। কাজ ছেড়ে চলে যান আড়ালে। এরপর ২০২০ সালের ১২ মে গাজীপুরের ব্যবসায়ী আতিকুর রহমান জনকে বিয়ে করেন শখ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপডেট সংবাদ
বিনামূল্যে ব্রেকিং নিউজ পেতে ok ক্লিক করুন OK .

নাটক দিয়ে বিরতি ভাঙলেন শখ

Update Time : 12:41:53 pm, Wednesday, 26 March 2025

বিরতির পর আবার অভিনয়ে ব্যস্ত হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী আনিকা কবির শখ। এবার রোজার ঈদ উপলক্ষ্যে তিনি অভিনয় করেছেন একাধিক নাটকে। শহীদ উন নবীর পরিচালনায় ‘এক্সকিউজ মি’ ও ‘মায়ার ভালোবাসা’ নাটকে দেখা যাবে তাকে। নাটক ছাড়াও ঈদে শখকে বিটিভির দুটি নাচের অনুষ্ঠানে পারফর্ম করতে দেখা যাবে।প্রসঙ্গে শখ বলেন, ‘নবী ভাইয়ের পরিচালনায় এর আগেও আমি নাটকে অভিনয় করেছি। তার গল্পগুলো সমসাময়িক হয়।

যে কারণে অভিনয় করতে ভালো লাগে। ঈদের জন্য যে দুটি নাটকে অভিনয় করেছি, সে গল্পগুলো বেশ সুন্দর। আমি খুব আশাবাদী এ দুটি নাটক নিয়ে। নাটকের পাশাপাশি বিটিভির জন্য নির্মিত নাচের অনুষ্ঠানে পারফর্ম করেছি। যেহেতু আমি নাচের মানুষ, তাই নাচের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে সবসময় ভালো লাগে।’ ক্যারিয়ারে যখন জোয়ার, সে সময় ২০১৫ সালের ৭ জানুয়ারি মডেল-অভিনেতা নিলয় আলমগীরকে ভালোবেসে বিয়ে করেন শখ। কিন্তু সে সংসার টেকেনি বেশিদিন। পরের বছরই তাদের বিবাহ বিচ্ছেদ হয়। বিচ্ছেদের সেই বিষাদ কাটিয়ে নিলয় অভিনয়ে নিয়মিত হলেও ভাটা পড়ে শখের ক্যারিয়ারে। ২০১৮ সালে ‘ডি ২০’ ধারাবাহিকে কাজ করার সময় থেকে তিনি অভিনয়ে অমনোযাগী হয়ে পড়েন। কাজ ছেড়ে চলে যান আড়ালে। এরপর ২০২০ সালের ১২ মে গাজীপুরের ব্যবসায়ী আতিকুর রহমান জনকে বিয়ে করেন শখ।