
দুই মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে সাভারের ঢাকা-আরিচা মহাসড়কের উলাইল এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে প্রতিক অ্যাপারেলস লিমিটেড নামে একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা।
রোববার (২ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে উলাইলের কর্নপাড়া এলাকায় অবস্থিত কারখানাটির শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে এই বিক্ষোভ শুরু করে। এই প্রতিবেদন লেখার সময় ৯টা ৪৫ মিনিট পর্যন্ত নাগাদ মহাসড়কে অবরোধ অব্যাহত রয়েছে।
বিক্ষুব্ধ শ্রমিকরা বলছেন, কয়েক দফায় সময় দিয়েও কারখানাটির মালিকপক্ষ এখনো শ্রমিকদের বেতন পরিশোধ করেননি। আজ ইফতারের পর শ্রমিকদের বেতন পরিশোধের আশ্বাস দিলেও- ইফতারের পর শ্রমিকদের বেতন পরিশোধ না করেই কারখানা থেকে বেরিয়ে যান কর্মকর্তারা। পরে বিক্ষুব্ধ শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে।
শ্রমিকদের অবরোধের মুখে মহাসড়কের উভয় পাশে যান-চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। বিক্ষুব্ধ শ্রমিকরা বলছে