
তারকাদের অংশগ্রহণে শুরু হলো সেলিব্রিটি ক্রিকেট চ্যাম্পিয়নস ট্রফি ২০২৫। সোমবার বিকেল ৪টায় বসুন্ধরা স্পোর্টস সিটির ক্রিকেট স্টেডিয়ামে জমকালো আয়োজনে টুর্নামেন্টের উদ্বোধন হয়।
টি-২০ ফরম্যাটে পাঁচ দিনব্যাপী এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে চারটি দল—টাইটানস, নাইট রাইডার্স, জেভিকো কিংস এবং স্বপ্নধরা স্পারটানস।
প্রথম দিনের খেলায় মুখোমুখি হয় নাইট রাইডার্স ও স্বপ্নধরা স্পারটানস। প্রথমে ব্যাট করতে নেমে নাইট রাইডার্স করে ১৫১ রান। দলের অন্যতম আকর্ষণ ছিলেন চিত্রনায়ক বাপ্পী চৌধুরী। তিনি করেন ২৩ রান, তবে এই ইনিংসেই ছিল দৃষ্টিনন্দন চার ও ছয়ের মার। অনেকেই বলছেন, তাঁর ব্যাটিং ছিল তামিম ইকবালের মতো স্ট্রোকপ্লে-এ ভরপুর।
সামাজিক মাধ্যমে বাপ্পীর ব্যাটিংয়ের ভিডিও ছড়িয়ে পড়েছে। দর্শকদের অনেকেই তাঁর ব্যাটিং শৈলী উপভোগ করেছেন এবং প্রশংসা করেছেন।
নারায়ণগঞ্জে বেড়ে ওঠা বাপ্পী ছোটবেলায় ছিলেন ক্রিকেটের প্রেমে পড়া এক তরুণ। ইচ্ছা ছিল ক্রিকেটার হওয়ার, যদিও ভাগ্য তাঁকে নিয়ে গেছে চলচ্চিত্রের মঞ্চে। তবে পুরনো সেই খেলা-প্রীতির কিছুটা ঝলক দেখা গেল সেলিব্রিটি ক্রিকেটে।
তবে খেলায় অংশ নিয়ে সামাজিক মাধ্যমে কারও কারও মন্তব্য, বাপ্পীর শরীরেও নাকি জমেছে কিছুটা মেদ—তামিমের মতো! তবে বাপ্পী নিজেই আগের একাধিক সাক্ষাৎকারে বলেছেন, তিনি নিয়মিত জিম করেন এবং ফিটনেস ধরে রাখার চেষ্টা করেন।