Dhaka 4:30 am, Saturday, 3 May 2025

মহাসমাবেশ সামনে রেখে উত্তরায় হেফাজতের গণমিছিল ও মোটরসাইকেল র‌্যালি

হেফাজতের গণমিছিল ও মোটরসাইকেল র‌্যালি

হেফাজতে ইসলাম বাংলাদেশ ৩ মে সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য মহাসমাবেশকে কেন্দ্র করে রাজধানীর উত্তরায় গণমিছিল ও মোটরসাইকেল র‌্যালির আয়োজন করেছে।

বৃহস্পতিবার বিকেলে উত্তরা আজমপুর থেকে শুরু হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক হয়ে হাউজ বিল্ডিং, রাজলক্ষীসহ বিভিন্ন পয়েন্টে প্রদক্ষিণ করে বিশাল মিছিলটি। উত্তরা জোনের আহ্বায়ক মাওলানা নাজমুল হাসান কাসেমীর নেতৃত্বে মিছিলটি অনুষ্ঠিত হয়।

গণমিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা জুনায়েদ আল হাবীব। তিনি বলেন, “৩ মে’র মহাসমাবেশের আগেই নারী কমিশনের প্রস্তাবসহ সব কুরআনবিরোধী সুপারিশ বাতিল করতে হবে।” একই সঙ্গে ইসলামবিরোধী কর্মকাণ্ডে জড়িতদের শাস্তির দাবি জানান তিনি।

এর আগে হেফাজতের কেন্দ্রীয় সহ অর্থ সম্পাদক মুফতি কামালুদ্দিনের নেতৃত্বে আব্দুল্লাহপুর এলাকা থেকে মোটরসাইকেল র‌্যালি বের হয়। এতে সংগঠনের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

হেফাজতের নেতারা জানান, কুরআন-সুন্নাহবিরোধী প্রস্তাব বাতিল, সংবিধানে আল্লাহর ওপর আস্থা পুনর্বহাল, ফ্যাসিবাদী আমলের মামলার প্রত্যাহার ও মুসলিম নির্যাতন বন্ধসহ চার দফা দাবিতে এই মহাসমাবেশের আয়োজন করা হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বিনামূল্যে ব্রেকিং নিউজ পেতে ok ক্লিক করুন OK .

মহাসমাবেশ সামনে রেখে উত্তরায় হেফাজতের গণমিছিল ও মোটরসাইকেল র‌্যালি

Update Time : 12:07:59 pm, Friday, 2 May 2025

হেফাজতে ইসলাম বাংলাদেশ ৩ মে সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিতব্য মহাসমাবেশকে কেন্দ্র করে রাজধানীর উত্তরায় গণমিছিল ও মোটরসাইকেল র‌্যালির আয়োজন করেছে।

বৃহস্পতিবার বিকেলে উত্তরা আজমপুর থেকে শুরু হয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক হয়ে হাউজ বিল্ডিং, রাজলক্ষীসহ বিভিন্ন পয়েন্টে প্রদক্ষিণ করে বিশাল মিছিলটি। উত্তরা জোনের আহ্বায়ক মাওলানা নাজমুল হাসান কাসেমীর নেতৃত্বে মিছিলটি অনুষ্ঠিত হয়।

গণমিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা জুনায়েদ আল হাবীব। তিনি বলেন, “৩ মে’র মহাসমাবেশের আগেই নারী কমিশনের প্রস্তাবসহ সব কুরআনবিরোধী সুপারিশ বাতিল করতে হবে।” একই সঙ্গে ইসলামবিরোধী কর্মকাণ্ডে জড়িতদের শাস্তির দাবি জানান তিনি।

এর আগে হেফাজতের কেন্দ্রীয় সহ অর্থ সম্পাদক মুফতি কামালুদ্দিনের নেতৃত্বে আব্দুল্লাহপুর এলাকা থেকে মোটরসাইকেল র‌্যালি বের হয়। এতে সংগঠনের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

হেফাজতের নেতারা জানান, কুরআন-সুন্নাহবিরোধী প্রস্তাব বাতিল, সংবিধানে আল্লাহর ওপর আস্থা পুনর্বহাল, ফ্যাসিবাদী আমলের মামলার প্রত্যাহার ও মুসলিম নির্যাতন বন্ধসহ চার দফা দাবিতে এই মহাসমাবেশের আয়োজন করা হয়েছে।