
একটা সময় বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের নিয়মিত মুখ ছিলেন রুমানা আহমেদ। কিন্তু গত তিন বছর ধরে তিনি দলের বাইরে। তার ক্যারিয়ার ধ্বংস করা হচ্ছে এমন গুরুতর অভিযোগ তুলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে এবার সামাজিক যোগাযোগমাধ্যমে বিচার চেয়েছেন এই অলরাউন্ডার। নিজের অফিসিয়াল ফেসবুক পেজে রুমানা লিখেছেন, ‘বিসিবি’র সম্মানিত অভিভাবকদের বলছি।
আমি খেলি কিংবা না খেলি, এমন অনৈতিক-নৈরাজ্যমূলক ঘটনা চলতে পারে না। দয়া করে আমাকে চূড়ান্ত সমাধান দিন। কোনো কারণ ছাড়াই তিন বছর তো কোনো কৌতুকের কিছু না। আমি কখনোই বাজে ক্রিকেট খেলিনি। অনৈতিক কাজও করিনি। জ্যেষ্ঠতা কখনোই অভিশাপ হতে পারে না। যারা আমার উজ্জ্বল ক্রিকেট ক্যারিয়ার ধ্বংস করেছে, তার বিচার চাই।’ ৩৩ বছর বয়সী রুমানা ২০১১ থেকে আন্তর্জাতিক ক্রিকেট খেলছেন। বাংলাদেশের হয়ে ৫০টি ওয়ানডে ও ৮৭টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন এই স্পিন অলরাউন্ডার। দুই সংস্করণেই ৮০০-এর বেশি রান করেছেন।