
বর্তমান সময়ে দেশের জনপ্রিয় সংগীতশিল্পী হৃদয় খান। তবে, কাজের চেয়ে ব্যক্তিজীবন নিয়েই বেশ আলোচনায় থাকেন তিনি। বিশেষ করে বিয়ে ও বিচ্ছেদ!
২০১৭ সালে তৃতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসেছিলেন হৃদয়। কিন্তু সেই সংসারেও বাজল বিচ্ছেদের সুর। তৃতীয় স্ত্রী হুমায়রাও আর থাকতে চাইলেন না তার হয়ে; বিরক্ত হয়ে দিয়ে দিলেন ডিভোর্স। জানা গেছে, বিয়ের কয়েক বছর সংসার করলেও হৃদয় খানের আচরণ ও জীবনযাপনে অতিষ্ঠ হয়েই তাকে ডিভোর্স দিয়েছেন হুমায়রা।
বিভিন্ন সূত্রের বরাতে জানা আরও জানা গেছে, অনেক আগেই হৃদয় খান ও হুমায়রার ডিভোর্স হয়ে গেছে। হৃদয়ের ওপর নানা কারণে বিরক্ত হয়ে ডিভোর্স লেটার পাঠান হুমায়রা। কিন্তু, ডিভোর্সের বিষয়টি এতদিন গোপন রেখেছে হৃদয় ও তার পরিবার।এদিকে বিচ্ছেদের খবরটি ছড়িয়ে পড়লেও, তা নিয়ে মুখ খুলতে নারাজ হৃদয় খান। তিনি বলেন, বিষয়টি খুব সেনসেটিভ, তাই এটি নিয়ে আপাতত কোনো কথা বলতে চাই না।