Dhaka 7:13 am, Wednesday, 19 March 2025

অর্থনীতিতে সাড়ে ৫ হাজার কোটি টাকার অবদান

শীর্ষস্থানীয় প্ল্যাটফর্ম উবার ।

রাজধানীর একটি হোটেলে এই গবেষণা প্রতিবেদন প্রকাশ করা হয়। এতে জানানো হয়, ২০২৪ সালে উবারের মটো ও অটো সার্ভিস দেশের অর্থনীতিতে ৯২০ কোটি টাকার সমপরিমাণ অবদান রেখেছে। শহুরে ব্যস্ত জীবনে সহজলভ্য ও সাশ্রয়ী পরিবহন হিসেবে এই সার্ভিসগুলো গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এর আর্থিক মূল্য প্রায় ৯৪ কোটি টাকা। উবার চালকরা তাদের অন্যান্য কর্মসংস্থানের তুলনায় ৪২% বেশি আয় করেন। ২০২৩ সালে উবার বাংলাদেশের পর্যটন শিল্পে ২৯০ কোটি টাকা অবদান রেখেছে। ২০২৪ সালে ২১ লাখ ৪০ হাজার কর্মসংস্থান সৃষ্টি করেছে।

উবারের মাধ্যমে যাত্রীরা ৬৬,৯০০ কোটি টাকার ভোক্তা উপযোগিতা লাভ করেছেন। ৫০% চালক মনে করেন— উবার প্ল্যাটফর্ম না থাকলে তাদের কাজের সুযোগ কমে যেত। ৭৬% চালক উবারকে তাদের প্রথম আয়ের মাধ্যম হিসেবে বিবেচনা করেন। ৮১% যাত্রী মনে করেন— উবারের মাধ্যমে রাইড বুক করা রাস্তা থেকে গাড়ি নেওয়ার চেয়ে অনেক সহজ। ৮৬% যাত্রী উবারকে একটি গুরুত্বপূর্ণ পরিবহন উদ্ভাবন হিসেবে দেখেন।অনুষ্ঠানে বাংলাদেশ সড়ক পরিবহন কর্র্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান মো. ইয়াসিন বলেন, উবার নিয়ে অনেক অভিযোগ আসে আমাদের কাছে। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে, যে সিস্টেমে চলার কথা, সেভাবে চলছে না। এ সময় তিনি গণপরিবহন খাতের লোকজনের অসহিষ্ণু আচরণ এবং কথায় কথায় সড়ক অবরোধের ঘটনায় চাপে রয়েছেন বলেও উল্লেখ করেন ।অনুষ্ঠানে গবেষণা প্রতিবেদন উপস্থাপন করেন পাবলিক ফার্স্ট-এর টেক, মিডিয়া ও টেলিকম প্রধান এমি প্রাইস।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বিনামূল্যে ব্রেকিং নিউজ পেতে ok ক্লিক করুন OK .

অর্থনীতিতে সাড়ে ৫ হাজার কোটি টাকার অবদান

Update Time : 10:36:49 am, Wednesday, 19 February 2025

রাজধানীর একটি হোটেলে এই গবেষণা প্রতিবেদন প্রকাশ করা হয়। এতে জানানো হয়, ২০২৪ সালে উবারের মটো ও অটো সার্ভিস দেশের অর্থনীতিতে ৯২০ কোটি টাকার সমপরিমাণ অবদান রেখেছে। শহুরে ব্যস্ত জীবনে সহজলভ্য ও সাশ্রয়ী পরিবহন হিসেবে এই সার্ভিসগুলো গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এর আর্থিক মূল্য প্রায় ৯৪ কোটি টাকা। উবার চালকরা তাদের অন্যান্য কর্মসংস্থানের তুলনায় ৪২% বেশি আয় করেন। ২০২৩ সালে উবার বাংলাদেশের পর্যটন শিল্পে ২৯০ কোটি টাকা অবদান রেখেছে। ২০২৪ সালে ২১ লাখ ৪০ হাজার কর্মসংস্থান সৃষ্টি করেছে।

উবারের মাধ্যমে যাত্রীরা ৬৬,৯০০ কোটি টাকার ভোক্তা উপযোগিতা লাভ করেছেন। ৫০% চালক মনে করেন— উবার প্ল্যাটফর্ম না থাকলে তাদের কাজের সুযোগ কমে যেত। ৭৬% চালক উবারকে তাদের প্রথম আয়ের মাধ্যম হিসেবে বিবেচনা করেন। ৮১% যাত্রী মনে করেন— উবারের মাধ্যমে রাইড বুক করা রাস্তা থেকে গাড়ি নেওয়ার চেয়ে অনেক সহজ। ৮৬% যাত্রী উবারকে একটি গুরুত্বপূর্ণ পরিবহন উদ্ভাবন হিসেবে দেখেন।অনুষ্ঠানে বাংলাদেশ সড়ক পরিবহন কর্র্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান মো. ইয়াসিন বলেন, উবার নিয়ে অনেক অভিযোগ আসে আমাদের কাছে। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে, যে সিস্টেমে চলার কথা, সেভাবে চলছে না। এ সময় তিনি গণপরিবহন খাতের লোকজনের অসহিষ্ণু আচরণ এবং কথায় কথায় সড়ক অবরোধের ঘটনায় চাপে রয়েছেন বলেও উল্লেখ করেন ।অনুষ্ঠানে গবেষণা প্রতিবেদন উপস্থাপন করেন পাবলিক ফার্স্ট-এর টেক, মিডিয়া ও টেলিকম প্রধান এমি প্রাইস।