
গত এপ্রিল ২০২৫ মাসের অপরাধ দমনে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানার মধ্যে উত্তরা পশ্চিম থানা প্রথম স্থান অধিকার করেছে। অপরাধ নিয়ন্ত্রণে দক্ষতা ও নিরলস পরিশ্রমের স্বীকৃতি হিসেবে থানাটির অফিসার ইনচার্জ হাফিজুর রহমান (ওসি) টানা পঞ্চমবারের মতো ‘শ্রেষ্ঠ ওসি’ পুরস্কারে ভূষিত হয়েছেন। ডিএমপি কমিশনার মহোদয়ের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে এই সম্মাননা গ্রহণ করেন তিনি। এটি শুধুমাত্র ব্যক্তিগত অর্জন নয়, বরং পুরো উত্তরা পশ্চিম থানা টিমের সম্মিলিত পরিশ্রম, নিষ্ঠা ও দায়িত্ববোধের প্রতিচ্ছবি।
উত্তরা পশ্চিম থানা বরাবরই ছিল সুশাসন ও নিরাপত্তা রক্ষায় অগ্রগামী, তবে এপ্রিল ২০২৫ ছিল ব্যতিক্রমী। এই সময়ের মধ্যে থানা কর্তৃপক্ষ বিভিন্ন অপরাধ দমনে সক্রিয় অভিযান পরিচালনা করেছে, যার মধ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, চুরি-ছিনতাই প্রতিরোধ ও সন্দেহভাজন অপরাধীদের গ্রেফতার ছিল উল্লেখযোগ্য। প্রযুক্তিনির্ভর নজরদারি, গোপন তথ্য সংগ্রহ এবং নিয়মিত টহলের মাধ্যমে জনগণের আস্থা অর্জনে সক্ষম হয়েছে এই থানা। এছাড়া জনগণের সাথে সরাসরি সংযোগ রক্ষা ও প্রতিটি অভিযোগে তাৎক্ষণিক সাড়া দেওয়াও এই সফলতার পেছনে অন্যতম কারণ।
ওসি মহোদয় নিজেই স্বীকার করেছেন, “এই কৃতিত্ব এককভাবে আমার নয়। উত্তরা পশ্চিম থানার প্রতিটি সদস্য সেনা সদস্য থেকে শুরু করে টহলরত কনস্টেবল পর্যন্ত সবাই নিরলসভাবে কাজ করেছেন। আমরা সবসময়ই চেয়েছি সাধারণ মানুষের পাশে থাকতে এবং সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছি।” তিনি আরও বলেন, “জনগণের দোয়া ও ভালোবাসাই আমাদের শক্তি। ভবিষ্যতেও যেন সেবা দিয়ে মানুষের আস্থা অর্জন করতে পারি, সেই চেষ্টাই থাকবে।”
উল্লেখ্য, শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে এটি তার পঞ্চম পুরস্কার, যা ডিএমপির ইতিহাসেও একটি উল্লেখযোগ্য রেকর্ড। পেশাগত দায়িত্ব পালন ও নেতৃত্বের ক্ষেত্রে এটি এক অনন্য মাইলফলক। সামগ্রিকভাবে এই অর্জন শুধু উত্তরা পশ্চিম থানার জন্য নয়, বরং ডিএমপি’র সুশাসন ও নিরাপত্তার দৃষ্টান্ত হিসেবেও বিবেচিত হবে।