Dhaka 4:28 am, Friday, 9 May 2025

ফেনীতে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা

নিহত আবুল হাশেম।

ফেনীর সোনাগাজীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে আবুল হাশেম (৫৫) নামে এক বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত হাশেম চরদরবেশ ইউনিয়নের আব্দুর শুক্কুরের ছেলে এবং বিএনপির একজন সক্রিয় কর্মী ছিলেন।

মঙ্গলবার (২২ এপ্রিল) ভোরে সোনাগাজী উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের ওলামা বাজার সাজেদা ফাউন্ডেশন সংলগ্ন সড়কের ওপর রশি দিয়ে মোটরসাইকেল থেকে ফেলে মুখোশ পরা দুর্বৃত্তরা এ ঘটনা ঘটায়।পুলিশ, স্থানীয় এলাকাবাসী ও নিহতের পরিবার জানায়, ওই গ্রামে জমিজমা ও পারিবারিক আধিপত্যকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে আবুল হোসেন গংদের সঙ্গে একই গ্রামের বেলাল হোসেন গংদের দ্বন্দ্ব চলে আসছিল। উভয় পরিবারের দ্বন্দ্বে ২০২১ সালের ৩১ মে আমির হোসেন ননা মিয়ার ভাই কৃষক বেলাল হোসেনকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়।

সোনাগাজী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র জামাল উদ্দিন সেন্টু জানান, আবুল হাশেম বিএনপির একজন সক্রিয় কর্মী ছিলেন। শুনেছি জমি সংক্রান্ত বিরোধে তাকে দুর্বৃত্তরা নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে। ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যম খুনিদের চিহ্নিত করা হোক।

সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) বায়েজিদ আকন জানান, ঘটনাস্থল পরিদর্শন করে এসেছি। স্থানীয় এলাকায় জমিজমা নিয়ে আধিপত্যকে কেন্দ্র করে ঘটনা ঘটতে পারে। তবে দুর্বৃত্তদের গ্রেপ্তারে প্রচেষ্টা অব্যাহত রয়েছে। হত্যা রহস্য উদঘাটনে পুলিশের একাধিক টিম কাজ করছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বিনামূল্যে ব্রেকিং নিউজ পেতে ok ক্লিক করুন OK .

ফেনীতে বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা

Update Time : 10:08:30 pm, Tuesday, 22 April 2025

ফেনীর সোনাগাজীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে আবুল হাশেম (৫৫) নামে এক বিএনপি কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত হাশেম চরদরবেশ ইউনিয়নের আব্দুর শুক্কুরের ছেলে এবং বিএনপির একজন সক্রিয় কর্মী ছিলেন।

মঙ্গলবার (২২ এপ্রিল) ভোরে সোনাগাজী উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের ওলামা বাজার সাজেদা ফাউন্ডেশন সংলগ্ন সড়কের ওপর রশি দিয়ে মোটরসাইকেল থেকে ফেলে মুখোশ পরা দুর্বৃত্তরা এ ঘটনা ঘটায়।পুলিশ, স্থানীয় এলাকাবাসী ও নিহতের পরিবার জানায়, ওই গ্রামে জমিজমা ও পারিবারিক আধিপত্যকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে আবুল হোসেন গংদের সঙ্গে একই গ্রামের বেলাল হোসেন গংদের দ্বন্দ্ব চলে আসছিল। উভয় পরিবারের দ্বন্দ্বে ২০২১ সালের ৩১ মে আমির হোসেন ননা মিয়ার ভাই কৃষক বেলাল হোসেনকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করা হয়।

সোনাগাজী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র জামাল উদ্দিন সেন্টু জানান, আবুল হাশেম বিএনপির একজন সক্রিয় কর্মী ছিলেন। শুনেছি জমি সংক্রান্ত বিরোধে তাকে দুর্বৃত্তরা নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে। ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যম খুনিদের চিহ্নিত করা হোক।

সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) বায়েজিদ আকন জানান, ঘটনাস্থল পরিদর্শন করে এসেছি। স্থানীয় এলাকায় জমিজমা নিয়ে আধিপত্যকে কেন্দ্র করে ঘটনা ঘটতে পারে। তবে দুর্বৃত্তদের গ্রেপ্তারে প্রচেষ্টা অব্যাহত রয়েছে। হত্যা রহস্য উদঘাটনে পুলিশের একাধিক টিম কাজ করছে।