
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের একটি জেলা আদালতের বাইরে গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় একজন নিহত এবং আরেকজন গুলিবিদ্ধ হয়েছে বলে জানিয়েছে পুলিশ।সোমবার (২৪ মার্চ) দেশটির ইসলামাবাদ পুলিশ তাদের অফিসিয়াল ফেসবুক পেজে দেয়া এক পোস্টে জানিয়েছে, আদালতের বাইরে গুলির ঘটনায় এই হতাহতের ঘটনা ঘটেছে। পুলিশের কর্মকর্তারা ঘটনাস্থলে অবস্থান করছেন।
প্রাথমিক তদন্ত অনুযায়ী পুলিশ বলছে, ব্যক্তিগত শত্রুতার কারণে ঘটনাটি ঘটেছে। এর বিস্তারিত তদন্তে কাজ করছে তারা। একইসঙ্গে পুলিশের পক্ষ থেকে অভিযুক্তদের গ্রেপ্তারে তল্লাশি অভিযান চালানো হচ্ছে।
এদিকে, সাম্প্রতিক সময়ে বেশ অস্থিরতা বিরাজ করছে পাকিস্তানজুড়ে। দেশটিতে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় একের পর এক হামলা হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী ও বেসামরিক নাগরিকদের ওপর। এ ছাড়া আফগানিস্তান সীমান্তেও হামলা পাল্টা হামলায় প্রায়শই হতাহতের ঘটনা ঘটছে। বিশেষ করে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি) এসব সন্ত্রাসী হামলা চালাচ্ছে।
সর্বশেষ রোববার পাকিস্তানের গণমাধ্যম জানায়, আফগানিস্তান থেকে উত্তর ওয়াজিরিস্তানের গুলাম খান কল্লাই এলাকা হয়ে পাকিস্তানে অনুপ্রবেশের চেষ্টাকালে নিরাপত্তা বাহিনীর গুলিতে অন্তত ১৬ সন্ত্রাসী নিহত হয়েছে। দেশটির আন্তঃবাহিনী (সামরিক) মিডিয়া শাখার দাবি, তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) সদস্যদের অনুপ্রবেশের সময় এই অভিযান চালানো হয়।
উল্লেখ্য, পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে প্রায় ২,৫০০ কিলোমিটার দীর্ঘ অরক্ষিত সীমান্ত রয়েছে, যেখানে একাধিক পারাপার পয়েন্ট রয়েছে। এসব সীমান্ত পথ আঞ্চলিক বাণিজ্য ও উভয় দেশের জনগণের পারস্পরিক সম্পর্কের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।