
রাজধানীর ৩৩টি খাল ও লেক দখলমুক্ত এবং দূষণরোধে খাল ও লেকের পাড়ে সবুজায়ন কার্যক্রম শুরু হচ্ছে আগামী সপ্তাহে। বিভিন্ন স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের সহায়তায় এ কর্মসূচি বাস্তবায়ন করবে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। বৃহস্পতিবার (৮ মে) ঢাকা শহরের খাল ও লেকের পাড় সবুজায়ন কার্যক্রম সরেজমিন পরিদর্শন শেষে স্বেচ্ছাসেবকদের প্রতিবেদন প্রদান সভায় এ তথ্য জানান ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ।
সভায় উপস্থিত স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানগুলোর সদস্যরা সরেজমিন পরিদর্শনকালে খালসগুলোতে বিদ্যমান অবস্থার বিবরণ উপস্থাপন করেন। এ ছাড়া দূষণরোধ ও সবুজায়নের জন্য করণীয় কর্মপরিকল্পনাও উপস্থাপন করা হয়।স্বেচ্ছাসেবকদের দেওয়া তথ্য ও মতামতের ভিত্তিতে যেসব স্থানে অসঙ্গতি রয়েছে, সেসব স্থানে দ্রুত অভিযানের পরিচালনার পরিকল্পনা রয়েছে ডিএনসিসির। পাশাপাশি খালে গৃহস্থালি বর্জ্য না ফেলার জন্য জনসচেতনতা বৃদ্ধিতে কাজ করবে স্বেচ্ছাসেবকরা। এ জন্য চিহ্নিত স্থানগুলোতে জনসচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হবে।
ডিএনসিসি প্রশাসক জানান, পরিবেশ বিপর্যয় রোধে ক্ষতিকর প্লাস্টিক ব্যবহার কমাতে ডিএনসিসির সব অনুষ্ঠানে প্লাস্টিক বাক্স ও পানির বোতল পরিহার করা হবে। এ ছাড়া খালের পাড়ে দ্রুত বর্জ্য অপসারণ এবং গাছ লাগানোর মতো পরিবেশবান্ধব পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশনা দেওয়া হয়।