
মুন্সিগঞ্জে গজারিয়া উপজেলা অবৈধভাবে গ্যাস সংযোগের নামে চার গ্রাম থেকে কোটি টাকার উপর অর্থ আত্মসাৎ এর অভিযোগে বিক্ষোভ মিছিল করে যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি মুজিবুর রহমানের বিরুদ্ধে।
বৃহস্পতিবার দুপুর ১২ টায় রসুলপুর বাজার হতে উপজেলা পরিষদের প্রধান ফুটক পর্যন্ত বিক্ষোভ মিছিল নিয়ে আসে রসুলপুর গ্রামবাসী সহ ইমামপুর ইউনিয়নের ভোক্তভোগী পরিবারের সাধারণ জনগন।
ভুক্তভোগীরা জানান,প্রায় পাঁচ,ছয় বছরের বেশি হয়ে যাচ্ছে আমাদের গ্রাম গুলোতে গ্যাস সংযোগ দিবে বলে প্রতি ঘর থেকে ত্রিশ হাজার,চল্লিশ হাজার,পঞ্চাশ হাজার টাকা করে প্রায় ৪০০ পরিবার থেকে কোটি টাকার উপরে টাকা নিয়ে গ্যাস সংযোগ না দিয়ে টাকা আত্মসাৎ করে এ মুজিবুর রহমান। তাকে শেখ মুজিবুরের প্রেতাত্মা বলেও আঙ্খায়িত করে এলাকাবাসী। এ মানববন্ধনের ৪ বছর আগেও গ্রামবাসী আন্দোলন করেছিল। তখন মুজিবুর রহমান তার সন্ত্রাসী বাহিনী দিয়ে একজনকে মাডার সহ একাধিক ব্যক্তির হাত পা ভেঙে ফেলে বলে অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার।
বর্তমানেও এ নেতার বিরুদ্ধে গ্যাসের টাকা আত্মসাৎ,অবৈধভাবে বালু বিক্রি সহ গায়বি মামলা বানিজ্যের অভিযোগ এনে এলাকাবাসী গত সোমবার ৯ সেপ্টেম্বর ঝাঁড়ু মিছিল সাহ বিক্ষোভ মিছিল করেছে।বিতর্কিত কেন্দ্রীয় বিএনপির সবেক এ যুবদল নেতার বিরুদ্ধে এক সপ্তাহে দুই ভিক্ষোভ মিছিল করে এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবার।
বিক্ষোভ মিছিল উপস্থিত ছিলেন ইমামপুর ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রকিবুল রাজিব,গজারিয়া সরকারি কলেজ ছাত্রদলের সদস্য সচিব রেদুয়ান,রাকিব,হিমেল,সানজিদ সহ রসুলপুর,দৌলতপুর,ইমামপুর,মাথাভা ঙা গ্রামের সর্বস্তরের জনগণ।