তুরস্কের প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টিও ইস্তাম্বুলে সিটি হলের সামনে বিক্ষোভ করেছে। গত সপ্তাহে বুধবার ইমামোগলুকে গ্রেফতার করা হলে তার সমর্থকেরা রাজপথে নামেন। শুরু হয় আন্দোলন। ইমামোগলুর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আনা হয়েছে। ইমামোগলুর দাবি তার বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই অভিযোগ আনা হয়েছে । তবে এরদোয়ান এ দাবি নাকচ করেছেন।
ইস্তাম্বুলের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও রাজপথে নেমেছেন। তারা সরকার পতনের দাবি জানান। ফলে এরদোয়ানের বিপদ বাড়ছে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। তারা মনে করছেন, পরিস্থিতি সামাল দিতে এরদোয়ানকে হিমশিম খেতে হবে।