Dhaka 3:04 pm, Friday, 14 March 2025

ধর্ষণের বিরুদ্ধে সরকারের অবস্থান জিরো টলারেন্স

মো. জাহাঙ্গীর আলম চৌধুরী

ধর্ষণের বিরুদ্ধে সরকারের অবস্থান ‘জিরো টলারেন্স’ বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, ধর্ষণসহ নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। রোববার (৯ মার্চ) বিকেলে সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশে ধর্ষকদের কোনো স্থান হবে না। মাগুরার ঘটনায় অভিযুক্তদের সবাইকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। নারীদের প্রতি সহিংসতার সব ঘটনার তালিকা করে দ্রুত তদন্ত শেষ করে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়েছে।তিনি আরও বলেন, নারীরা যেন নিরাপদে ও নির্বিঘ্নে চলাফেরা করতে পারেন, তা নিশ্চিত করা হবে। এ ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে।

এছাড়া, ধর্ষণ ও নারী নির্যাতন রোধে আইনগত পদক্ষেপের পাশাপাশি সামাজিক আন্দোলন ও জনসচেতনতা বৃদ্ধির ওপরও গুরুত্বারোপ করেন তিনি।রমজানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীর শতাধিক স্থানে চেকপোস্ট বসানো হয়েছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় টহল বাড়ানো হয়েছে। সেনাবাহিনী, পুলিশ, বিজিবি ও আনসার সমন্বিতভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।রমজান ও আসন্ন ঈদকে কেন্দ্র করে চাঁদাবাজি ও ছিনতাই রোধে কঠোর ব্যবস্থা নেয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, সাধারণ জনগণের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে মহাসড়কে বিশেষ নজরদারি চালানো হচ্ছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বিনামূল্যে ব্রেকিং নিউজ পেতে ok ক্লিক করুন OK .

ধর্ষণের বিরুদ্ধে সরকারের অবস্থান জিরো টলারেন্স

Update Time : 09:30:19 pm, Sunday, 9 March 2025

ধর্ষণের বিরুদ্ধে সরকারের অবস্থান ‘জিরো টলারেন্স’ বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, ধর্ষণসহ নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। রোববার (৯ মার্চ) বিকেলে সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশে ধর্ষকদের কোনো স্থান হবে না। মাগুরার ঘটনায় অভিযুক্তদের সবাইকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। নারীদের প্রতি সহিংসতার সব ঘটনার তালিকা করে দ্রুত তদন্ত শেষ করে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়া হয়েছে।তিনি আরও বলেন, নারীরা যেন নিরাপদে ও নির্বিঘ্নে চলাফেরা করতে পারেন, তা নিশ্চিত করা হবে। এ ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থানে রয়েছে।

এছাড়া, ধর্ষণ ও নারী নির্যাতন রোধে আইনগত পদক্ষেপের পাশাপাশি সামাজিক আন্দোলন ও জনসচেতনতা বৃদ্ধির ওপরও গুরুত্বারোপ করেন তিনি।রমজানে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীর শতাধিক স্থানে চেকপোস্ট বসানো হয়েছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় টহল বাড়ানো হয়েছে। সেনাবাহিনী, পুলিশ, বিজিবি ও আনসার সমন্বিতভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে।রমজান ও আসন্ন ঈদকে কেন্দ্র করে চাঁদাবাজি ও ছিনতাই রোধে কঠোর ব্যবস্থা নেয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, সাধারণ জনগণের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে মহাসড়কে বিশেষ নজরদারি চালানো হচ্ছে।