বাংলা চলচ্চিত্রের মহানায়কের ছবি ‘নায়ক’ আবারও আসছে বড়পর্দায়। কলকাতায় ‘নায়ক’ দেখা যাবে প্রিয়া প্রেক্ষাগৃহে। আগামী ২১ ফেব্রুয়ারি আরও একবার সিনেমা হলে মুক্তি পাবে এ ছবি। প্রায় ছয় দশক পর এবার ফের বড়পর্দায় আসতে চলেছে সত্যজিতের কালজয়ী সিনেমাটি! মুক্তির দিন প্রেক্ষাগৃহে উপস্থিত থাকতে পারেন উত্তমের পরিবারের সদস্যরাও।তবে যারা এখনও দেখেননি, তারা আরও একবার এ ছবি দেখার সুযোগ পাবেন, তাও আবার বড় পর্দায়! ছবিটি ‘টু-কে’ ভার্সনে পুনরুদ্ধার করা হয়েছে। আর এই প্রথমবার ইংরেজি সাবটাইটেলসহ ছবিটি দেখানো হবে। এর ফলে ছবিটি বাঙালি সিনেপ্রেমী ছাড়াও আরও বেশি দর্শকের কাছে পৌঁছাবে।সিনেমা মুক্তির দিন প্রেক্ষাগৃহে উপস্থিত থাকতে পারেন উত্তমের পরিবারের সদস্যরাও। এবারের মুক্তিতে সিনেমার নিবেদক পরিচালক সৃজিত মুখার্জি।
সৃজিত বলেন, “বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় থেকে ‘নায়ক’ সিনেমা আমার জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ।সিনেমাটি এতবার দেখেছি যে, সংলাপ মুখস্থ হয়ে গিয়েছিল। সংঘাতগুলো খুব চেনা। বলতে পারেন, হৃদয়ের খুব কাছাকাছি একটা সিনেমা।”‘নায়ক’ ১৯৬৬ সালে বার্লিন ফিল্ম ফেস্টিভ্যালে জিতেছিল একাধিক পুরস্কার।‘স্পেশাল জুরি অ্যাওয়ার্ডের’ পাশাপাশি ‘শ্রেষ্ঠ ফিচার ফিল্ম’ এবং ‘শ্রেষ্ঠ কাহিনি ও চিত্রনাট্য’ বিভাগেও পুরস্কার জেতে।