
গণ অধিকার পরিষদের নিবন্ধন উপলক্ষে ঝিনাইদহে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয় মিছিলটি শহরের উজির আলী স্কুল মাঠ প্রাঙ্গণ থেকে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহরের পায়রা চত্বর এসে সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে শেষ হয় ।
এ সময়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণধিকার পরিষদের ঝিনাইদহ জেলা শাখার সভাপতি শাখাওয়াত হোসেন । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পেশাজীবী অধিকার পরিষদের ঝিনাইদহ জেলা শাখার আহবায়ক নাসির আল সাদী ও বাংলাদেশ পেশাজীবী অধিকার পরিষদের সিনিয়র যুগ্ন আহবায়ক মোঃ মিশন আলী । এছাড়া উপস্থিতিদের মধ্যে আরো ছিলের ছাত্র অধিকার পরিষদ, শ্রমিক অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ সহ বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ। মিছিলটি পরিচালনা করেন গণধিকার পরিষদ ঝিনাইদহ জেলা শাখার সাধারণ সম্পাদক ইকবাল জাহিদ রাজন ।