
কুমিল্লার চৌদ্দগ্রামে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ও পিস্তলের মুখে জিম্মি করে স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। চৌদ্দগ্রামের মিয়াবাজার মসজিদ মার্কেটের নিচতলায় অবস্থিত প্রীতি জুয়েলার্সে এ ডাকাতির ঘটনা ঘটে। সংঘবদ্ধ ডাকাতচক্র প্রায় ৩৫-৪০ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে গেছে বলে জানান প্রীতি জুয়েলার্সের মালিক রবীন্দ্র দত্ত। তিনি বলেন , ঘটনার মুহূর্তে তার ভাতিজা পলাশ দত্ত দোকানে ছিলেন। হঠাৎ ডাকাতদল প্রবেশ করে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালঙ্কার নিয়ে যায়। তখন আমার পাশের ব্যবসায়ী মোশাররফ ডাকাত ডাকাত বলে এগিয়ে আসলে তার উপর গুলি করে। প্রত্যক্ষদর্শীরা জানান, এশার নামাজ চলাকালীন সময়ে ৫-৭ জনের এক সংঘবদ্ধ ডাকাতচক্র ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। এরপর পিস্তলের ভয় দেখিয়ে দোকানের ভেতরে প্রবেশ করে সবাইকে জিম্মি করে স্বর্ণালঙ্কার লুট করে তারা। ডাকাতি চলাকালীন বিসমিল্লাহ টেলিকমের ব্যবসায়ী মোশারফ হোসেন ‘ডাকাত ডাকাত’ বলে চিৎকার করলে ডাকাতরা তাকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়। ডাকাতরা পালিয়ে যাওয়ার সময় ব্যবসায়ীরা ডাকাত সদস্যদের একজনকে ধরে ফেলেন এবং তাকে পুলিশের হাতে তুলে দেন। চৌদ্দগ্রাম থানার এস আই রুহুল আমিন তার সঙ্গীয় ফোর্স সহ ঘটনাস্থলে পৌঁছে একটি নোহা মাইক্রোবাস উদ্ধার করেছে। এসআই রুহুল আমিন সংবাদ দিগন্ত’কে বলেন, ডাকাতির ঘটনায় কাউছার আহমেদ (৩০) নামে একজন ডাকাতকে আটক করা হয়েছে। বাকি ডাকাতদের ধরতে অভিযান চলছে।