
ডোনাল্ড ট্রাম্পের কঠোর শুল্ক আরোপ ঘোষণার পর বিশ্বব্যাপী বাণিজ্যযুদ্ধ তীব্র হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে সাধারণত মুদ্রাস্ফীতি বৃদ্ধিসহ অর্থনৈতিক প্রবৃদ্ধি বাধাগ্রস্ত হয়। এমন প্রেক্ষাপটে চলতি ও আগামী বছরের জন্য স্বর্ণের মূল্য নিয়ে দেওয়া পূর্বাভাস আবার সংশোধন করেছে ব্রিটিশ বহুজাতিক বিনিয়োগ ব্যাংক ও আর্থিক পরিষেবা প্রতিষ্ঠান এইচএসবিসি।
রয়টার্সের সংবাদ অনুযায়ী, ব্যাংকটি জানায়, ২০২৫ ও ২৬ সালে স্বর্ণের গড় মূল্য দাঁড়াতে পারে যথাক্রমে আউন্সপ্রতি ৩ হাজার ১৫ ও ২ হাজার ৯১৫ ডলার। এর আগে দেওয়া পূর্বাভাসে এ পরিমাণ ছিল যথাক্রমে ২ হাজার ৬৮৭ ও ২ হাজার ৬১৫ ডলার। এইচএসবিসির পূর্বাভাস অনুযায়ী, সামনের দিনগুলোয় স্বর্ণের দাম ৩ হাজার ডলারের নিচে অথবা ২ হাজার ৭০০ ডলারের কাছাকাছি বা আরও কমে গেলে মুনাফা উঠিয়ে নেওয়ার উদ্দেশ্যে বিক্রি বাড়াবেন বিনিয়োগকারীরা। তবে এক্ষেত্রে গহনা খাতে চাহিদা বৃদ্ধিসহ কেন্দ্রীয় ব্যাংকগুলোর ক্রয়ও বেড়ে যেতে পারে। ব্যাংকটি আরও জানায়, ২০২৫ সালের শেষের দিকে ডলারের বিনিময় হার উর্ধ্বমুখী হতে পারে। এতে স্বর্ণের দামের ঊর্ধ্বমুখিতা ব্যাহত হবে। উল্লেখ্য, যে কোনো অর্থনৈতিক ও ভূরাজনৈতিক উত্তেজনায় আপৎকালীন বিনিয়োগ হিসেবে স্বর্ণের চাহিদা বাড়ে। তবে সুদহার বেড়ে গেলে মূল্যবান ধাতুটির চাহিদা কমে যায়।