
মুন্সিগঞ্জের গজারিয়া বন্যাদুর্গতদের পাশে দাড়াতে গজারিয়ায় আলেম ওলামা ও শিক্ষার্থীদের ৭শত ত্রাণ ও উপহার সামগ্রী বিতরন।
আকস্মিক ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে বাংলাদেশ কুমিল্লা, লক্ষ্মীপুর, ফেনী ও নোয়াখালীসহ কয়েকটি জেলা পানির নিচে তলিয়ে গেছে। এমন অবস্থায় বন্যা কবলিত এলাকার মানুষদের সহায়তায় বিগত পাঁচ -দিন ধরে ত্রাণ নগদ অর্থ সংগ্রহ করেছেন গজারিয়া উপজেলার ওলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ ও বৈষম্য বিরোধী ছাত্র জনতার।
সোমবার সকাল ১০ ঘটিকায় গজারিয়া থানা সংলগ্ন
ভবেরচর বাসস্ট্যান্ডে মাসজিদে ওলামায়ে কেরাম, আইম্মায়ে মাসাজিদ ও বৈষম্য বিরোধী ছাত্র জনতার উদ্দ্যোগে বন্যার্তদের জন্য উপহার সামগ্রী প্যাকেজিং কাজ করেন তারা। এসময় বন্যার্তদের জন্য উপহার সামগ্রী সাতশত পেকেটে ছিলো চিড়া ১ কেজি,বিস্কুট দুই প্যাকেট,পানি ৫ লিটার, গুঁড়ো দুধ ৫০০ গ্রাম, গায়ের সাবান ১ টি, ওয়াশিং পাউডার ১/২ কেজি,ওরস্যালাইন ৫ পিছ,খেজুর ১/২ কেজি, মোমবাতি ২ টি, গ্যাস লাইটার ১ টি, প্রয়োজনীয় ঔষধ, ন্যাপকিন,চিনি ১ কেজি, পানি বিশুদ্ধিকরণ ট্যাবলেট/ ফিটকারী,আলু ১ কেজি, চাল ৩ কেজি, ডাল ১ কেজি, তেল এক লিটার, সরিষার তেল (ছোট বোতল) ১টি।
মুফতি হাফেজ মাওলানা সাইফুল ইসলাম মাওলানা আব্দুল ইসহাকী, মাওলানা আব্দুল হক, মাওলানা আব্দুল মতিন, মুফতি ফয়জুল্লাহ,মাওলানা আল আমিন সরকার,মাওলানা জামাল উদ্দিন, মাওলানা নুরুল আমিন, মাওলানা আবু ইউসুফ । এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছাত্রদের মধ্যে যারা কাজ করছেন ফাহিম পাঠান, সাইফুল ইসলাম, মো ফরহাদ হোসেন, মাহফুজুল হক, তুহিন আহম্মেদ, মোহাম্মদ কাউসার আহমেদ পলাশ, মো তানভীর আহমেদ,প্রমুখ