
বৈশ্বিক ইস্পাত উৎপাদন গত মাসে কমেছে। ওয়ার্ল্ড স্টিল অ্যাসোসিয়েশনের (ওয়ার্ডস্টিল) তথ্যানুযায়ী, বিশ্বব্যাপী জানুয়ারিতে মোট ১৫ কোটি ১৪ লাখ টন ইস্পাত উৎপাদন হয়েছে, যা ২০২৪ সালের একই সময়ের তুলনায় ৪ দশমিক ৪ শতাংশ কম। ইস্পাত উৎপাদনকারী ৬৯টি দেশের তথ্য বিশ্লেষণ করে এ তথ্য জানিয়েছে ওয়ার্ল্ডস্টিল। খবর জিএমকেসেন্টার।বিশ্বের শীর্ষ ইস্পাত উৎপাদক চীনেও গত মাসে উৎপাদন কমেছে।
এ সময় দেশটি ৮ কোটি ১৯ লাখ টন উৎপাদন করেছে, যা গত বছরের একই মাসের তুলনায় ৫ দশমিক ৬ শতাংশ কম। সম্প্রতি ইস্পাত ও অ্যালুমিনিয়াম আমদানিতে ২৫ শতাংশ শুল্ক আরোপে নির্বাহী আদেশে সই করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফলে চীনের ইস্পাত শিল্পে চাপ বাড়তে পারে। ইস্পাত উৎপাদনে দ্বিতীয় অবস্থানে আছে ভারত। দেশটি ১ কোটি ৩৬ লাখ টন ইস্পাত উৎপাদন করেছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৬ দশমিক ৮ শতাংশ বেশি।তৃতীয় অবস্থানে থাকা জাপান গত মাসে ৬৮ লাখ টন ইস্পাত উৎপাদন করেছে, যা আগের বছরের ২০২৪ সালের তুলনায় ৬ দশমিক ৬ শতাংশ কম।গত বছর ইউক্রেন ৭৫ লাখ ৭০ হাজার ইস্পাত উৎপাদন করেছে, যা ২০২৩ সালের তুলনায় ২১ দশমিক ৬ শতাংশ বেশি। গত ডিসেম্বরে দেশটি ৫ লাখ ৪৭ হাজার টন উৎপাদন করেছে, যা ২০২৪ সালের একই সময়ের তুলনায় ৫ দশমিক ১ এবং আগের মাসের তুলনায় ১ দশমিক ১ শতাংশ বেশি।