
টাঙ্গাইলের ঘাটাইলে জামুরিয়া পাবলিক হাই স্কুলের প্রধান শিক্ষক তাবাসসুম মাহজাবীনের পদত্যাগের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২২ সেপ্টেম্বর) সকালে প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা। এর আগে বিদ্যালয়ে তালা ঝুলিয়ে দিয়েছিলেন তারা।এরপর বেলা সাড়ে ১২ টার দিকে ঘাটাইল থানা পুলিশ প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে বিদ্যালয়ের তালা খুলে দেন।
শিক্ষার্থী ও স্থানীয়রা জানায় , অবৈধভাবে স্বাক্ষর জালিয়াতি করে প্রধান শিক্ষকের চেয়ার দখল, বিদ্যালয়ের অর্থ আত্মসাৎ, নিয়োগ বানিজ্য সহ বিভিন্ন অন্যায় কাজ করে আসছে তিনি।এরই প্রতিবাদে প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে উক্ত বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
এ বিষয়ে কথা বলতে চাইলে বিদ্যালয়টির প্রধান শিক্ষক তাবাসসুম মাহজাবীনের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।