Dhaka 2:42 am, Monday, 17 March 2025

দুই লাখ কর্মী নেবে জার্মানি: নতুন সুযোগ অভিবাসনপ্রত্যাশীদের জন্য

কর্মী সংকটের কারণে তীব্র চ্যালেঞ্জের মুখে পড়েছে ইউরোপের অন্যতম অর্থনৈতিক শক্তিশালী দেশ জার্মানি। এই সংকটের প্রভাব পড়েছে দেশটির অর্থনীতিতেও। দীর্ঘদিন ধরে চলমান এই সমস্যা সমাধানে এবার বড় পদক্ষেপ নিয়েছে বার্লিন। দক্ষ কর্মীদের অভিবাসনের জন্য দরজা খুলে দিয়ে নতুন পরিকল্পনা ঘোষণা করেছে দেশটি।

জার্মান সংবাদমাধ্যম ডয়েচে ভেলে জানায়, ২০২৪ সালের মধ্যে ২ লাখ দক্ষ কর্মীকে ভিসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জার্মানি। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ন্যান্সি ফেজার জানিয়েছেন, নতুন নিয়মের আওতায় দক্ষ পেশাজীবী ও তরুণ শিক্ষার্থীরা সহজেই জার্মানিতে কাজ ও পড়াশোনার সুযোগ পাবেন।

২০২৩ সালে জার্মানি ১ লাখ ৭৭ হাজার পেশাদার ভিসা ইস্যু করেছিল। চলতি বছর এই সংখ্যা ১০ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। দীর্ঘমেয়াদে জনবল সংকট মোকাবিলার জন্য ভিসা প্রক্রিয়া সহজ করা হয়েছে। বর্তমানে দেশটিতে ১৩ লাখ ৪০ হাজার চাকরির পদ খালি রয়েছে।

জার্মানি নতুন পয়েন্ট-ভিত্তিক সিস্টেমের মাধ্যমে ‘অপরচুনিটি কার্ড’ চালু করেছে। ভাষা দক্ষতা, পেশাগত অভিজ্ঞতা এবং বয়সের ভিত্তিতে আবেদনকারীরা এই কার্ডের সুবিধা পাবেন। এই কার্ডের মাধ্যমে পেশাজীবী এবং বিশ্ববিদ্যালয় স্নাতকরা জার্মানিতে চাকরি খোঁজার পাশাপাশি পড়াশোনার সুযোগ পাবেন।

গত পাঁচ বছরে জার্মানিতে ১৬ লাখ নতুন চাকরি সৃষ্টি হয়েছে। এর মধ্যে ৮৯ শতাংশ চাকরির সুযোগ পেয়েছেন বিদেশি কর্মীরা। ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশগুলোর নাগরিকরাও সরাসরি যোগ্যতার ভিত্তিতে জার্মানিতে কাজের সুযোগ পাবেন।

দক্ষ কর্মীদের পাশাপাশি শিক্ষার্থীদের জন্য ভিসা সুবিধা বাড়ানোর উদ্যোগ নিয়েছে জার্মানি। আগামী ২০২৫ সালের মধ্যে শিক্ষার্থী ভিসার সংখ্যা ২০ শতাংশ বৃদ্ধি করা হবে। ভবিষ্যতে এই সংখ্যা ৫০ শতাংশ পর্যন্ত বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

জার্মান সরকারের এই পদক্ষেপ দক্ষ পেশাজীবী এবং শিক্ষার্থীদের জন্য ইউরোপে নতুন সুযোগ তৈরি করবে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। এটি শুধু জার্মানির অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করবে না, বরং অভিবাসনপ্রত্যাশীদের জন্য নতুন দিগন্তও উন্মোচন করবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বিনামূল্যে ব্রেকিং নিউজ পেতে ok ক্লিক করুন OK .

দুই লাখ কর্মী নেবে জার্মানি: নতুন সুযোগ অভিবাসনপ্রত্যাশীদের জন্য

Update Time : 09:56:24 pm, Tuesday, 19 November 2024

কর্মী সংকটের কারণে তীব্র চ্যালেঞ্জের মুখে পড়েছে ইউরোপের অন্যতম অর্থনৈতিক শক্তিশালী দেশ জার্মানি। এই সংকটের প্রভাব পড়েছে দেশটির অর্থনীতিতেও। দীর্ঘদিন ধরে চলমান এই সমস্যা সমাধানে এবার বড় পদক্ষেপ নিয়েছে বার্লিন। দক্ষ কর্মীদের অভিবাসনের জন্য দরজা খুলে দিয়ে নতুন পরিকল্পনা ঘোষণা করেছে দেশটি।

জার্মান সংবাদমাধ্যম ডয়েচে ভেলে জানায়, ২০২৪ সালের মধ্যে ২ লাখ দক্ষ কর্মীকে ভিসা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জার্মানি। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ন্যান্সি ফেজার জানিয়েছেন, নতুন নিয়মের আওতায় দক্ষ পেশাজীবী ও তরুণ শিক্ষার্থীরা সহজেই জার্মানিতে কাজ ও পড়াশোনার সুযোগ পাবেন।

২০২৩ সালে জার্মানি ১ লাখ ৭৭ হাজার পেশাদার ভিসা ইস্যু করেছিল। চলতি বছর এই সংখ্যা ১০ শতাংশ বৃদ্ধি করা হয়েছে। দীর্ঘমেয়াদে জনবল সংকট মোকাবিলার জন্য ভিসা প্রক্রিয়া সহজ করা হয়েছে। বর্তমানে দেশটিতে ১৩ লাখ ৪০ হাজার চাকরির পদ খালি রয়েছে।

জার্মানি নতুন পয়েন্ট-ভিত্তিক সিস্টেমের মাধ্যমে ‘অপরচুনিটি কার্ড’ চালু করেছে। ভাষা দক্ষতা, পেশাগত অভিজ্ঞতা এবং বয়সের ভিত্তিতে আবেদনকারীরা এই কার্ডের সুবিধা পাবেন। এই কার্ডের মাধ্যমে পেশাজীবী এবং বিশ্ববিদ্যালয় স্নাতকরা জার্মানিতে চাকরি খোঁজার পাশাপাশি পড়াশোনার সুযোগ পাবেন।

গত পাঁচ বছরে জার্মানিতে ১৬ লাখ নতুন চাকরি সৃষ্টি হয়েছে। এর মধ্যে ৮৯ শতাংশ চাকরির সুযোগ পেয়েছেন বিদেশি কর্মীরা। ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশগুলোর নাগরিকরাও সরাসরি যোগ্যতার ভিত্তিতে জার্মানিতে কাজের সুযোগ পাবেন।

দক্ষ কর্মীদের পাশাপাশি শিক্ষার্থীদের জন্য ভিসা সুবিধা বাড়ানোর উদ্যোগ নিয়েছে জার্মানি। আগামী ২০২৫ সালের মধ্যে শিক্ষার্থী ভিসার সংখ্যা ২০ শতাংশ বৃদ্ধি করা হবে। ভবিষ্যতে এই সংখ্যা ৫০ শতাংশ পর্যন্ত বাড়ানোর পরিকল্পনা রয়েছে।

জার্মান সরকারের এই পদক্ষেপ দক্ষ পেশাজীবী এবং শিক্ষার্থীদের জন্য ইউরোপে নতুন সুযোগ তৈরি করবে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। এটি শুধু জার্মানির অর্থনৈতিক প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করবে না, বরং অভিবাসনপ্রত্যাশীদের জন্য নতুন দিগন্তও উন্মোচন করবে।