
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম শাহাদৎ বার্ষিকী পালন উপলক্ষে বৃহস্পতিবার গাইবান্ধা জেলা বিএনপির উদ্যোগে দলীয় কার্যালয়ে জাতীয়, দলীয় ও কালো পতাকা উত্তোলন, শহীদ জিয়ার প্রতিকৃতিতে মাল্যদান, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, ফ্রি চিকিৎসা ক্যাম্প, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডাঃ মইনুল হাসান সাদিকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটুলের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বিএপির সহ-সভাপতি শহীদুজ্জামান শহীদ, আব্দুল আউয়াল আরজু, কামরম্নল হাসান সেলিম, ডাঃ আসাদুজ্জামান সাজু, রাগিব হাসান চৌধুরী, ইউনুস আলী খান দুখু, খন্দকার জাকারিয়া জিম, তারেকুজ্জামান তারেক প্রমুখ। শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাগফেরাত ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্হ্য কামনায় দোয়া করা হয়।
One thought on “গাইবান্ধায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৩তম শাহাদৎ বার্ষিকী পালন”