
রাজধানীর মোহাম্মদপুরের চন্দ্রিমা উদ্যানের পাশে একটি বাসায় গ্যাস বিস্ফোরণে একই পরিবারের তিনজন দগ্ধ হয়েছেন। আজ বুধবার ভোর সোয়া চারটার দিকে ১১ নম্বর রোডের একটি ভবনের নিচতলার বাসায় এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধরা হলেন মোছা. ফাতেমা বেগম (৪০), তাঁর মেয়ে সাদিয়া আক্তার (২০) এবং সাদিয়ার ১১ মাস বয়সী শিশুকন্যা ইসরাত। তাঁরা বর্তমানে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন।
ফাতেমার খালাতো বোন জান্নাতুল ফেরদৌস জানান, ফাতেমা একজন আয়া হিসেবে রাজধানীর একটি হাসপাতালে কাজ করেন। ভোরে রান্নার প্রস্তুতির সময় গ্যাসের চুলায় আগুন ধরাতে গেলে হঠাৎ বিকট শব্দ হয় এবং মুহূর্তেই ঘরে আগুন ছড়িয়ে পড়ে।
জাতীয় বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, ফাতেমা ও তাঁর মেয়ের শরীরের প্রায় ৭ শতাংশ এবং শিশুটির শরীরের প্রায় ৩০ শতাংশ পুড়ে গেছে।