Dhaka 7:25 pm, Saturday, 15 March 2025

ছিনতাইয়ে ব্যর্থ হয়ে পোশাক শ্রমিককে হত্যা

গাজীপুরে পোশাক শ্রমিককে হত্যার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গাজীপুরের শ্রীপুর উপজেলায় ছিনতাই করতে গিয়ে ব্যর্থ হয়ে রেজাউল করিম নামে এক পোশাক শ্রমিককে শ্বাসরোধ করে হত্যা করেছে ছিনতাইকারীরা। এ ঘটনার ১৬ দিন পর ওই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার (১৫ মার্চ) সকালে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল।নিহত রেজাউল করিম নেত্রকোনা দুর্গাশ্রম এলাকার ইসহাগ মুন্সির ছেলে। তিনি শ্রীপুর এলাকায় একটি পোশাক কারখানায় চাকরি করতেন।

গ্রেপ্তারকৃতরা হলেন- শ্রীপুর উপজেলার উজিলাব গ্রামের আফাজ উদ্দিনের ছেলে নুরুল ইসলাম পাগলা (মামু), কেওয়া পশ্চিম খণ্ড এলাকার আলতাফ হোসেনের ছেলে শাহাদাত হোসেন শান্ত, নেত্রকোনা সদর থানার টেঙ্গা এলাকার আলী ওসমানের ছেলে জুলহাস।শ্রীপুর থানার ওসি বলেন, গত ২৭ ফেব্রুয়ারি রাতে রেজাউল তার কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে গড়গড়িয়া মাস্টারবড়ি এলাকায় পৌঁছালে ছিনতাইকারীরা তার পথরোধ করে সঙ্গে থাকা পাঁচ হাজার টাকা ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এতে সে বাধা দিলে তাকে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে কলাবাগানে ফেলে যায়। পরে ৯ মার্চ সন্ধ্যায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পৌরসভার গড়গড়িয়া মাস্টার বাড়ি এলাকা থেকে হাত-পা বাঁধা অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। এরপর থেকে পুলিশ মরদেহের পরিচয় শনাক্ত ও আসামিদের গ্রেপ্তারের কার্যক্রম শুরু করেন।

তিনি আরও জানান, মরদেহ উদ্ধারের একদিন পর নিহতের ভাগিনা রিমন মরদেহের পরিচয় শনাক্ত করেন। পরে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে গত ১৪ মার্চ শ্রীপুর উপজেলার বিভিন্ন এলাকা থেকে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে হত্যা মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

বিনামূল্যে ব্রেকিং নিউজ পেতে ok ক্লিক করুন OK .

ছিনতাইয়ে ব্যর্থ হয়ে পোশাক শ্রমিককে হত্যা

Update Time : 02:56:44 pm, Saturday, 15 March 2025

গাজীপুরের শ্রীপুর উপজেলায় ছিনতাই করতে গিয়ে ব্যর্থ হয়ে রেজাউল করিম নামে এক পোশাক শ্রমিককে শ্বাসরোধ করে হত্যা করেছে ছিনতাইকারীরা। এ ঘটনার ১৬ দিন পর ওই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার (১৫ মার্চ) সকালে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল।নিহত রেজাউল করিম নেত্রকোনা দুর্গাশ্রম এলাকার ইসহাগ মুন্সির ছেলে। তিনি শ্রীপুর এলাকায় একটি পোশাক কারখানায় চাকরি করতেন।

গ্রেপ্তারকৃতরা হলেন- শ্রীপুর উপজেলার উজিলাব গ্রামের আফাজ উদ্দিনের ছেলে নুরুল ইসলাম পাগলা (মামু), কেওয়া পশ্চিম খণ্ড এলাকার আলতাফ হোসেনের ছেলে শাহাদাত হোসেন শান্ত, নেত্রকোনা সদর থানার টেঙ্গা এলাকার আলী ওসমানের ছেলে জুলহাস।শ্রীপুর থানার ওসি বলেন, গত ২৭ ফেব্রুয়ারি রাতে রেজাউল তার কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে গড়গড়িয়া মাস্টারবড়ি এলাকায় পৌঁছালে ছিনতাইকারীরা তার পথরোধ করে সঙ্গে থাকা পাঁচ হাজার টাকা ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এতে সে বাধা দিলে তাকে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করে কলাবাগানে ফেলে যায়। পরে ৯ মার্চ সন্ধ্যায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পৌরসভার গড়গড়িয়া মাস্টার বাড়ি এলাকা থেকে হাত-পা বাঁধা অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। এরপর থেকে পুলিশ মরদেহের পরিচয় শনাক্ত ও আসামিদের গ্রেপ্তারের কার্যক্রম শুরু করেন।

তিনি আরও জানান, মরদেহ উদ্ধারের একদিন পর নিহতের ভাগিনা রিমন মরদেহের পরিচয় শনাক্ত করেন। পরে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে গত ১৪ মার্চ শ্রীপুর উপজেলার বিভিন্ন এলাকা থেকে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে হত্যা মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।