
চাঁদপুরের, মতলব উত্তর সিপাইকান্দি, ঠেটালিয়া বেরিবাদে ভয়াবহ দুর্ঘটনায় মাইক্রোবাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে ১ জন নিহত হয়। পরবর্তীতে মতলব সরকারি হাসপাতালে নেওয়ার সময় আরো ২জন নিহত হয়। এলাকার বাসীর মাধ্যমে জানতে পারি যে ওভারটেকর মাঝে মাইক্রোবাস ও সিএনজি দ্রুত গতিতে ছিলো বলে এই দূর্ঘটনার শিকার। চালকদের ভূলের কারণেই ঝরে গেল তাজা তিনটি প্রাণ।
আরো পড়ুন:গাইবান্ধায় ৮৩ লাখ টাকা দিয়েও সড়ােনো যায় নি বিদ্যুতের ২০টি খুটি
One thought on “তাজা তিনটি প্রাণ ঝরে গেল সড়ক দূর্ঘটনায়”